লাইফস্টাইল

কুচকুচে কালো আপেল হয় জানেন! দাম শুনলে চোখ কপালে উঠবে

সাধারণত লাল, সবুজ ও হলুদ রঙের আপেল হয় বলে আমরা জানি। কিন্তু কুচকুচে কালো রঙের আপেল? তাও আবার হয় নাকি? উত্তর হল, হ্যাঁ হয়। তিব্বতের কিছু এলাকায় এক প্রজাতির আপেল ফলে, যার রঙ কুচকুচে কালো বা গাঢ় বেগুনি। যেমন রঙ, তেমনই তার চাকচিক্য, আবার স্বাদেও অতুলনীয়। তাই স্থানীয়রা এই অপেলকে আদর করে বলেন ‘ব্ল্যাক ডায়মন্ড’।

Read more