এবার সরাসরি হুমকি ফোন। পাকিস্তান থেকে হুমকি ফোন এল দক্ষিণ মু্ম্বইয়ের দু’টি তাজ হোটেলে। ২০০৮ সালে ২৬/১১ মুম্বই হামলায় একইভাবে সন্ত্রাসবাদীরা নিশানা করেছিল এই হোটেলটিকে। হুমকি ফোনে বলা হয়েছে, তাজ হোটেল উড়িয়ে দেওয়া হবে।
Read moreএবার সরাসরি হুমকি ফোন। পাকিস্তান থেকে হুমকি ফোন এল দক্ষিণ মু্ম্বইয়ের দু’টি তাজ হোটেলে। ২০০৮ সালে ২৬/১১ মুম্বই হামলায় একইভাবে সন্ত্রাসবাদীরা নিশানা করেছিল এই হোটেলটিকে। হুমকি ফোনে বলা হয়েছে, তাজ হোটেল উড়িয়ে দেওয়া হবে।
Read more