কলকাতায় গোমাতার পুজো এবং এবং গোমূত্র পানের আসর বসিয়েছিলেন বিজেপি নেতা। করোনার কোনও প্রতিষেধক যে হেতু এখনও আবিষ্কার হয়নি, সে হেতু গোমূত্র পানই বাঁচার একমাত্র উপায় বলে দাবি করেছিলেন তিনি। করোনা ভাইরাস রুখতে গোমূত্র বিক্রি করায় জোড়াবাগান থানায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে মামলা রুজু হল। ভারতীয় দণ্ডবিধির ২৬৯/২৭৮/১১৪ ধারায় মামলা রুজু হয়েছে। জোড়াবাগানে গোরুকে পুজো করা
Read more