অসময়ে চলে গেলেন গুজরাটি অভিনেত্রী ভৈরবী বৈদ্য। গুজরাটি চলচ্চিত্রের পাশাপাশি ,তিনি একাধিক হিন্দি সিনেমায় তাঁর প্রভাব-সৃষ্টিকারী অভিনয় দিয়ে দর্শকদের নজর কেড়ে নেন। তাল, হেরাফেরি প্রভৃতি সিনেমায় তিনি তাঁর অভিনয়ে মুগ্ধ করেছিলেন দর্শকদের।
ভৈরবী বৈদ্য হিন্দি চলচ্চিত্রে পার্শ্বভূমিকায় স্বনামধন্য অভিনেত্রী ছিলেন। ভৈরবী বলিউড বা হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে তাল চলচ্চিত্রের মাধ্যমে আত্মপ্রকাশ করেছিলেন যেখানে তিনি জানকি চরিত্রে অভিনয় করেছিলেন এবং রোলটির জন্য বেশ প্রশংসা পেয়েছিলেন।
ভৈরবী বৈদ্য ফিল্ম মুম্বাই ইন্ডাস্ট্রিতে খুব ছোট ক্যারিয়ারে কিন্তু তার মধ্যেই একাধিক চলচ্চিত্রে ছাপ ফেলার মত ভূমিকা নিতে পেরেছিলেন। ভৈরবী বৈদ্য তাল (১৯৯৯), হামরাজ (২০০২) এবং হোয়াটস ইওর রাশি (২০০৯) চলচ্চিত্রে অভিনয় করেছেন যেখানে তিনি কান্তভাভী ডি.প্যাটেলের ভূমিকায় অভিনয় করেছিলেন। ভৈরবী মায়ের ভূমিকায় বিখ্যাত হয়ে ওঠার মত সম্ভাবনা দেখিয়েছিলেন। ইন্ডাস্ট্রি তাকে আরও কিছু সিনেমায় দেখতে চাইলেও আর তার সম্ভাবনা রইল না। তার অকাল প্রয়াণ অবশ্যই শূন্যতা।