প্রতীকীভাবে নিয়ম মেনে জগদ্ধাত্রী পুজোর ভাসানের নির্দেশ দিয়েছে কলকাতা হাই কোর্ট। এক জনস্বার্থ মামলার পরিপ্রেক্ষিতে এই নির্দেশ দেয় হাই কোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে। অতিমারীর কথা মাথায় রেখেই উচ্চ আদালতের এমন সিদ্ধান্ত। ফলে চারদিন ধরে কৃষ্ণনগরে রাতভর জগদ্ধাত্রী পুজোয় ঠাকুর দেখতে পারলেও ঐতিহ্যবাহী বিসর্জনের শোভাযাত্রা দেখতে পাবেন না।
বুধবার জগদ্ধাত্রী পুজোয় পুরনো ঐতিহ্য ফেরানো নিয়ে জনতার দাবি প্রশাসন মেনে না নেওয়ায় ৩৪ নম্বর জাতীয় সড়কে ঘণ্টার পর ঘণ্টা অবরোধ করা হয়। আর এই অবরোধের মাঝে আটকে পড়ায় অ্যাম্বুল্যান্সের মধ্যে বেঘোরে প্রাণ হারায় মালদহের বছর সাতের শিশু। এই মর্মান্তিক ঘটনাকে সামনে রেখে জনস্বার্থ মামলা দায়ের করা হয়।
বৃহস্পতিবার, এই ঘটনার পরিপ্রেক্ষিতে উচ্চ আদালত জানাল, বড়সড় শোভাযাত্রা নয়, বিসর্জন প্রতীকী করা হোক। বিচারপতিরা জানান, প্রতীকীভাবে রীতিনীতি, ঐতিহ্য বজায় থাকুক জগদ্ধাত্রী ভাসানে।