আন্তর্জাতিক

মুক্ত যৌনতায় ছড়াল করোনা!‌

যৌনতা যেমন সুখের ছোঁয়া দেয় তেমনি বেলাগাম যৌনতা ডেকে আনে বিপদ! এবার সেই ঘটনা ঘটেছে খোদ মার্কিন মুলুকে। আমেরিকায় নিউ অর্লিয়েন্সে একটি সুইঙ্গারস কনভেনশনে অংশগ্রহণকারীদের মধ্যে ৪১ জনই করোনা সংক্রমিত হয়ে পড়েন। কারণ নভেম্বর মাসে কয়েকদিন ব্যাপী এই নটি ইন ন্যলিনস অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন ২৫০ জন। এই যৌবনমেলায় আগে অংশ নিতেন প্রায় দু’‌হাজার মানুষ। করোনা–আবহে সেটা এক ধাক্কায় নেমে এসেছে।
কিন্তু কম সংখ্যক মানুষ অংশ নিলেও তা থেকেই কোভিড ছড়াল বলে খবর। কারণ বেলাগাম যৌনতায় কোনও বিধি মানা হয়নি। প্রশ্ন উঠছে, এটা কি রোখা যেত না? কেন সুইঙ্গারস কনভেনশনে বন্ধ রাখা গেল না? আসলে বেলাগাম যৌনতা নির্ভর যৌবনমেলা করার দাবি উঠছিল। বাড়ছিল চাপও।
এই বিষয়ে সংগঠকদের অন্যতম বব হানফোর্ড জানান, তিনি যদি ঠিক সময়ে ঘটনাস্থলে হাজির হতে পারতেন, তিনি এটা ঘটতে দিতেন না! আক্রান্তদের সকলের আরোগ্য কামনা করছেন। সকলে সুস্থ না হয়ে ওঠা পর্যন্ত তিনি খুবই বিব্রত থাকবেন। উল্লেখ্য, এখানে রেড কার্পেট থেকে নষ্ট রাতের দুনিয়া ধরা পড়ে। ক্লিভেজের মোহে হারিয়ে যেতে চায় অনেকে। নাভাল থেকে যোনি–পথ ধরা দেয় এখানে। এবার তা থেকেই ছড়াল করোনাভাইরাস।