বিনোদন ব্রেকিং নিউজ

প্রয়াত স্বাতীলেখা সেনগুপ্ত, শোকের ছায়া

প্রয়াত অভিনেত্রী স্বাতীলেখা সেনগুপ্ত। দীর্ঘদিন ধরে কিডনির সমস্যায় ভুগছিলেন তিনি। তার জেরেই ৭১ বছর বয়সের অভিনেত্রীর মৃত্যু হয়েছে বলে খবর। সিনেমার থেকেও বেশি বাংলা থিয়েটার জগতের সঙ্গে যুক্ত ছিলেন স্বাতীলেখা সেনগুপ্ত। সত্যজিৎ রায়ের ঘরে বাইরে ছবির ‘‌বিমলা’‌ স্বাতীলেখা সেনগুপ্ত। গত ২৫দিন ধরে বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালের আইসিইউ–তে ভর্তি ছিলেন তিনি। তবে তিনি করোনায় আক্রান্ত ছিলেন না বলেই জানাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ।

১৯৮৪ সাল। সৌমিত্র চট্টোপাধ্যায় এবং ভিক্টর বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এক পর্দায় সত্যজিৎ রায়ের ‘ঘরে বাইরে’ ছবিতে দেখা গিয়েছিল স্বাতীলেখা সেনগুপ্তকে। তারপর বহু বছর বাংলা ছবির দর্শক তাঁকে পর্দায় দেখতে পাননি। কিন্তু মঞ্চ দাপিয়ে বেড়িয়েছেন অভিনেত্রী। নান্দীকার নাট্য দলের অন্যতম প্রতিষ্ঠাতা ছিলেন তিনি। পরবর্তীকালে প্রযোজক–পরিচালক নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের ‘‌বেলাশেষে’‌ ছবিতে ফের সৌমিত্র চট্টোপাধ্যায়ের বিপরীতে দেখা যায় তাঁকে।
হাসপাতাল সূত্রে খবর, অনেকদিন ধরেই ভুগছিলেন। আগের মাসের ২২ তারিখ থেকে হাসপাতালে ভর্তি ছিলেন। একটা স্ট্রোক হয়েছিল। কিডনিজনিত সমস্যাও ছিল। বুধবার সকাল থেকে সিআরটি প্রোটিন আবারও বেড়ে যায়। সেখান থেকেই আবার একটা অ্যাটাক হয়। তাঁর মৃত্যুতে শোকের ছায়া সিনেমা এবং নাট্য জগতে। শোকের ছায়া অনুরাগীমহলেও। হঠাৎই এই খবরে স্তব্ধ শিল্পীমহল।