Swastika recently posted a picture of her new hair style from her Twitter account. In that photo, the actress cuts her hair short like the boys on the right side and back, leaving a few big hairs on the front side of the left side of her head. But netizens started trolling as soon as this picture was published.
বিনোদন

হেয়ার কাট নিয়ে ট্রোলের শিকার স্বস্তিকা

টলিউড সুন্দরী স্বস্তিকা মুখার্জীর স্টাইল স্টেটমেন্ট বরাবরই ইন্ডাস্ট্রিতে বেশ চোখে পড়ার মতো। কখনো বাহারি রঙের হাইলাইটার, আবার কখনো বা লম্বা খোলা চুল। নিজেকে সব স্টাইলেই মানানসই করে তুলতে পারার দক্ষতা আছে হট সেনসেশন এই নায়িকার। সেই স্বস্তিকাই কিনা এবার চুল কাটা নিয়ে সোশ্যাল মিডিয়ায় ট্রোলড হলেন। সম্প্রতি স্বস্তিকা টুইটার অ্যাকাউন্ট থেকে নিজের চুলের নতুন স্টা্ইলের একটি ছবি পোস্ট করেন। সেই ছবিতে দেখা যায়, মাথার বাম পাশের সামনের দিকটায় অল্প কিছু চুল বড় রেখে ডান পাশে এবং পেছনে ছেলেদের মতো ছোট করে চুল কেটেছেন অভিনেত্রী। কিন্তু এই ছবি প্রকাশ হতেই ট্রোলিং শুরু করেন নেটিজেনরা। অধিকাংশের বক্তব্য, এ কেমন চুলের কাট!

শুভদীপসেনগুপ্ত নামে একজন লিখেছেন—‘আমার মতে আগেরটাই ভালো ছিল। তবে তোমাকে সবকিছুতেই মানিয়ে যায়।’ কুশল রায় নামে একজন লিখেছেন—‘তুমি কেন এটা করেছো?’ সৌনক বাগচি লিখেছেন—‘পুরাই ওডিপাস ইফেক্ট।’ সৌরব রায় নামে একজন পরামর্শ দিয়ে লিখেছেন—‘এভাবে রাস্তায় বের না হওয়াই ভালো।’

সৌমিত্র নামে একজন লিখেছেন—‘তোমার এই নতুন লুক, অভিনয়ে জীবন জমে উঠুক। কিছু চরিত্রকে ফুটিয়ে তুলতে লাগবে কিছু পরিবর্তন।’ ব‌্যানার্জি নামে একজন লিখেছেন—‘তুমি দেখতে সুন্দর যা করো তাতেই মানায়। কিন্তু এটা যেন কেমন কেমন লাগছে।’ সৌম‌্যদীপ নামে একজন লিখেছেন—‘তোমাকে লম্বা চুলেই দারুণ লাগে।’ আরেকজন লিখেছেন—‘মেক আপ নেই, ফিল্টার নেই, দেখতে একদম ভালো লাগছে না।’

কিন্তু ট্রোলের শিকার স্বস্তিকা কী বললেন? বরাবরের মতো এবারও স্বভাবসিদ্ধ ভঙ্গিমায় নায়িকার উত্তর, ‘এখন তো খারাপ সময়ই চলছে। চিয়ার্স টু লুকিং ব্যাড।’ এবার এর জবাবে কী লিখবেন নেটিজেনরা?