বিনোদন ব্রেকিং নিউজ

মেয়ের সঙ্গে ডিনার ডেটে স্বস্তিকা

অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায় এবার আর একা নন, সঙ্গে রয়েছে তাঁর মেয়ে অন্বেষা মুখোপাধ্যায়। মেয়ে অন্বেষার সঙ্গে মা স্বস্তিকার সম্পর্ক একেবারে বন্ধুর মতোই। তা তিনি অনেক আগেই সাক্ষাৎকারে জানিয়েছেন। নায়িকা স্বস্তিকা মুখোপাধ্যায় তাঁর মেয়েকে নিজের মতো করে বড় হওয়ার স্বাধীনতা দিয়েছেন। সম্প্রতি ডিনার ডেটে দেখা গিয়েছে তাদের।

অন্বেষা স্কুল জীবন শেষ করে উচ্চশিক্ষার জন্য কলকাতার বাইরেই থাকেন। বিদেশে পড়াশোনা করেন অন্বেষা। মায়ের কাছে ছুটি কাটাতে এসেছেন অন্বেষা। শহরের এক পাঁচতারা হোটেলে ডিনার ডেট উপভোগ করলেন মা-মেয়ে মিলে। শুধু তাই নয়, সঙ্গে রয়েছেন অন্বেষার প্রেমিক শ্লোক চন্দন। বলা বাহুল্য, শ্লোক কলকাতার ছেলে। মেয়ের এই ভালোবাসার মানুষটির সঙ্গেও নায়িকার ও বন্ধুত্বের সম্পর্ক রয়েছে।
অন্বেষাকে আদর করে ‘মানি’ বলে ডাকেন মা স্বস্তিকা। তিনি মেয়ের প্রেমের বিষয়টি মেনে নিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় প্রেমের ছবি শেয়ার করতে তাই খুব একটা দ্বিধা করেন না অভিনেত্রীর মেয়ে অন্বেষা।কয়েকদিন আগে শ্লোকের সঙ্গে ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করে অন্বেষা।, ‘বছরপূর্তির শুভেচ্ছা, ভালোবাসা। একটা বছর সফরের প্রতিটা মুহূর্ত আমি উপভোগ করেছি। সব কিছুর জন্য অনেক ধন্যবাদ। ওই প্রতিটা ঝগড়া, সব কিছুর জন্য ধন্যবাদ যে কারণে আমরা ফিরে ফিরে আসি।’