রাজ্য

পাঁচ সদস্যের কমিটি গঠন স্বাস্থ্যভবনের

অক্সিজেন নিয়ে কেন্দ্রকে চিঠি লিখে কোনও লাভ হয়নি। রাজ্যে অক্সিজেনের আকাল দেখা দিয়েছে! বিভিন্ন জায়গায় পর্যাপ্ত অক্সিজেন না পাওয়ার অভিযোগ উঠছে বারবার। বাংলার ভ্যাকসিন অন্য রাজ্যকে দিয়ে দেওয়া হচ্ছে বলেও খবর। কিন্তু বাংলায় অক্সিজেনের অভাব হওয়ার কারণ নেই, ঠিক মতো ব্যবহার ও কালোবাজারির জন্যই এই ঘাটতি দেখা দিচ্ছে বলে অনেকের মত।
অক্সিজেনের ব্যবহার ঠিক মতো হচ্ছে কিনা, অক্সিজেনের সরঞ্জাম মিলছে কিনা, এই সবকিছু খতিয়ে দেখা শুরু করেছে স্বাস্থ্যভবন। কারণ অক্সিজেনের আকাল হলে এই রোগে বহু মানুষের প্রাণ যেতে পারে। তাই স্বাস্থ্যভবনের পক্ষ থেকে পাঁচ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। তারা অক্সিজেন সংক্রান্ত সমস্যা খতিয়ে দেখছে। অক্সিজেনের সরঞ্জামের ঠিক মতো হচ্ছে কিনা, অক্সিজেন ঠিক মতো পৌঁছচ্ছে কিনা, কত দামে বিক্রি হচ্ছে, প্রয়োজনের তুলনায় বেশি ব্যবহার হচ্ছে কিনা, সবটাতে নজর রাখছেন তাঁরা।
তবে বিভিন্ন জায়গায় অক্সিজেন পৌঁছচ্ছে না এই ধরণের অভিযোগ আসছে। জেলা হাসপাতালগুলি থেকেই এই অভিযোগ বেশি উঠছে। বৃহস্পতিবার জানা গিয়েছে, মেদিনীপুরে অক্সিজেনের অভাবের কারণে, সঙ্কটজনক অবস্থায় রয়েছেন করোনা আক্রান্ত রোগীরা। স্বাস্থ্যভবন গোটা বিষয়টার তদারকি শুরু করেছে। কালোবাজারি হচ্ছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।