রাজ্য লিড নিউজ

Swapnadip Death Case: রাতভর ঘেরাও JU ডিন অফ স্টুডেন্টস, আবারও তলব লালবাজারের

যাদবপুরে ছাত্রমৃত্যুর ঘটনায় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ডিন অফ স্টুডেন্টস রজত রায়কে ফের বৃহস্পতিবার তলব করে লালবাজার। এদিন দুপুর তিনটের সময় তাঁকে লালবাজারে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়।

গত বুধবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্নেহমঞ্জু বসু এবং ডিন অফ স্টুডেন্টস রজত রায়কে তলব করেছিল লালবাজার। রেজিস্ট্রার হাজিরা দিলেও সেদিন লালবাজারে যাননি ডিন। লালবাজারের হাজিরায় উপস্থিত হতে না পারার জন্য একাংশ পড়ুয়াদের হাতে রাতভর তাঁর ঘেরাও হয়ে থাকার ঘটনার উল্লেখ করেছিলেন ডিন অফ স্টুডেন্টস রজত রায়। বিশ্ববিদ্যালয়ের এক কর্মীকে যাদবপুর থানায় পাঠিয়ে ডিন নিজেই একথা জানিয়েছিলেন। সে কারণেই তাঁকে ফের তলব করেছে লালবাজার।

অন্যদিকে ঘটনার পরপরই সামনে আসে একটি হলুদ ডায়েরি। সেই ডায়েরির পাতা থেকেই উদ্ধার হয়েছিল একটি রহস্যময় চিঠি। সেই চিঠি নিয়ে এখনও তদন্ত চলছে। জানা গিয়েছে, সেই ডায়েরির একটি পাতা পাতায় সইয়ে সইয়ে ছয়লাপ। সব সই-ই মৃত ছাত্রের। তবে কি কেউ মৃত ছাত্রের সই নকল করার চেষ্টা করছিল, তবে কেন? উত্তর এখনও অধরা।