রাজ্য

বাংলায় রাষ্ট্রপতি শাসন চাইছে বিজেপি!

একুশের নির্বাচন পরবর্তী বাংলায় রাষ্ট্রপতি শাসন জারি নিয়ে সোচ্চার হলেন দুই নেতা। ৩৫৬ ধারা জারি নিয়ে এবার সরব হলেন ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং। অর্জুন সিং বলেন, ‘‌কেন্দ্রীয় সরকারকে বলছি, আইন অনুযায়ী ৩৫৬ ধারা জারি করুন’‌। আর শুভেন্দু অধিকারীর মন্তব্য, ‘‌৩৫৬ ধারা যেসব কারণে কার্যকর করা হয়, তার থেকেও খারাপ অবস্থা বাংলায়’‌। এই মন্তব্য ঘিরে জোরদার চর্চা চলছে রাজ্য রাজনীতিতে।
এই বিষয়ে পাল্টা দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘‌সে তো নির্বাচনের আগে বলেছেন। সাধারণ মানুষ জবাব দিয়েছে। ক্ষমতা থাকলে করে নিন।’‌ রাজ্যে হিংসার অভিযোগে দলের সমস্ত সাংসদ ও বিধায়করা রাষ্ট্রপতিকে চিঠি দেবেন বলে জানিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।
শুভেন্দু–অর্জুনের মন্তব্য নিয়ে সংবাদমাধ্যমে তৃণমূল সাংসদ সৌগত রায় বলেন, ‘‌উন্মাদের মতো কথা বলছেন। হেরে গেলে মানুষের মাথা গন্ডগোল হয় ঠিকই। এসব কথা ব্যবহার করা বন্ধ করুন। দেশে গণতন্ত্র রয়েছে। শুভেন্দু বা অর্জুনের মতো দায়িত্বজ্ঞানহীন মানুষের কথায় কিছু আসে যায় না’‌। দিল্লিতে শুভেন্দু অধিকারী বলেন, ‘‌রাজ্য সরকার সংবিধান মানছে না। নির্বাচনের পর হিংসা চলছে। রাজ্য ৩৫৬ জারির থেকেও খারাপ অবস্থা! পশ্চিমবঙ্গে বিপর্যয় মিটিং যারা ছেড়ে বেরিয়ে যায় কী বলব সে তো সরকারই নয়!’‌
এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় পাল্টা চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে সাংবাদমাধ্যমকে বলেন, ‘‌সে তো বারবার নির্বাচনের সময়, তার আগেও বলেছে। ক্ষমতা থাকলে করুক। মানুষ ভোটে জবাব দিয়েছে। আবার জবাব দিয়ে দেবে। করে নিক।’‌ এইসবের মধ্যে বুমেরাং হয়ে যায় রাজীব বন্দ্যোপাধ্যায়ের টুইট। তিনি লেখেন, ‘‌সমালোচনা তো অনেক হল…মানুষের বিপুল জনসমর্থন নিয়ে আসা নির্বাচিত সরকারের সমালোচনা ও মুখ্যমন্ত্রীর বিরোধিতা করতে গিয়ে কথায় কথায় দিল্লি, আর ৩৫৬ ধারার জুজু দেখালে বাংলার মানুষ ভালোভাবে নেবে না। আমাদের সকলের উচিত, রাজনীতির ঊর্দ্ধে উঠে ‘কোভিড’ ও ইয়াস, এই দুই দুর্যোগে বিপর্যস্ত বাংলার মানুষের পাশে থাকা।’‌