ব্রেকিং নিউজ রাজ্য

নয়াদিল্লি সফরে শুভেন্দু–ধনকার

সিআইডি দপ্তরে হাজিরা দেননি শুভেন্দু অধিকারী। অথচ আজই নয়াদিল্লি যেতে পারেন রাজ্যের বিরোধী দলনেতা। ভবানীপুর উপনির্বাচন নিয়ে বিজেপির শীর্ষ নেতৃত্বের সঙ্গে কথা বলতে পারেন শুভেন্দু অধিকারী। সন্ধ্যায় দিল্লি যেতে পারেন শুভেন্দু রাজ্যের বিরোধী দলনেতা। ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্রে উপনির্বাচন ঘোষণার পরেই, তা নিয়ে সরব হয়েছিলেন বিরোধী দলনেতা। তিনি প্রশ্ন করেছিলেন, নির্বাচন কমিশনকে স্পষ্ট করতে হবে দেশের মধ্যে কেন শুধুমাত্র ভবানীপুরে উপনির্বাচনের সিদ্ধান্ত নেওয়া হল।

সূত্রের খবর, আইনি পথে হাঁটার রাস্তা সুগম করে আসবেন শুভেন্দু। ভবানীপুর উপনির্বাচন নিয়ে বিজেপির শীর্ষ নেতৃত্বের সঙ্গে কথা বলতে পারেন। এমনকী সুপ্রিম কোর্টের আইনজীবীদের সঙ্গেও দিল্লিতে কথা বলতে পারেন তিনি। একইসঙ্গে দিল্লি যাচ্ছেন জগদীপ ধনকার। বিকেলে বিমানে রাজধানীর উদ্দেশ্যে উড়ে যাবেন রাজ্যপাল। তাঁর দিল্লি যাত্রার কারণ নিয়ে এখনও কোনও স্পষ্ট তথ্য মেলেনি।

রাজনৈতিক মহলে গুঞ্জন, ভবানীপুর উপনির্বাচন নিয়ে বিজেপির শীর্ষ নেতৃত্বের সঙ্গে কথা বলতে পারেন শুভেন্দু অধিকারী। এমনকী সুপ্রিম কোর্টের আইনজীবীদের সঙ্গেও দিল্লিতে কথা বলতে পারেন তিনি। কমিশনের তরফে ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্রে উপনির্বাচন ঘোষণার পরেই, তা নিয়ে সরব হয়েছিলেন বিরোধী দলনেতা।