বিজেপিতে যোগ দেওয়ার পর এবার সোমেন মিত্রের বাড়িতে গেলেন শুভেন্দু অধিকারী। কারণ ছোড়দা’র জন্মদিন। জন্মদিনে প্রয়াত কংগ্রেস নেতার ছবিতে মালা দিয়ে শ্রদ্ধা জানালেন তিনি। শুভেন্দুর সঙ্গে ছিলেন রিতেশ তিওয়ারি, শঙ্কুদেব পণ্ডা–সহ কয়েকজন বিজেপি নেতা। শুভেন্দু একদা কংগ্রেস করতেন। গোটা পরিবারই কংগ্রেসি ছিল। পরে তৃণমূল এবং তারপর অধুনা বিজেপি। সূত্রের খবর, সোমেন জায়াকে শুভেন্দু বলেন, ‘আপনি তৃণমূল ছেড়ে বেরিয়ে এসেছিলেন। আমিও সব পদ ছেড়ে তৃণমূল ছাড়লাম।’ পরিবারের পাশে থাকার আশ্বাস দেন ছেলে রোহনকেও।
ইদানিং প্রদেশ কংগ্রেসের সঙ্গে সম্পর্কের টানাটানি চলছে রোহন মিত্রের সঙ্গে। প্রদেশ কংগ্রেস সভাপতি থাকাকালীন ২০২০ সালে প্রয়াত হন সোমেন মিত্র। বছর শেষের সন্ধ্যায় প্রয়াত নেতাকে শ্রদ্ধা জানাতে তাঁর বাড়িতে হাজির হলেন শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার ছিল সোমেন মিত্রের জন্মদিন। সেই উপলক্ষ্যে সোমেন–স্মরণ অনুষ্ঠানের আয়োজন করেছিলেন পরিবারের লোকেরা। সেখানেই হাজির হন শুভেন্দু এবং রোহনের সঙ্গে আলাদ করা কথা বলেন। এবার শুরু হয়েছে রোহন মিত্রের বিজেপি যোগের জল্পনা। যদিও তার দিনক্ষণ ঠিক হয়নি।
কংগ্রেস–সহ এই অনুষ্ঠানে সিপিএম, বিজেপি নেতাদেরও আমন্ত্রণ করা হয়েছিল বলে খবর। সন্ধ্যায় প্রয়াত কংগ্রেস নেতার বাড়িতে যান শুভেন্দু অধিকারী। সোমেন মিত্রের ছবিতে মালা দিয়ে শ্রদ্ধা জানান শুভেন্দু।
উল্লেখ্য, সোমেন–পুত্র রোহন এখন কংগ্রেসে রয়েছেন। তবে সম্প্রতি বাঁকুড়ায় দলীয় পর্যবেক্ষক হওয়া নিয়ে অধীর চৌধুরীর সঙ্গে মনোমালিন্য হয় রোহনের। তা নিয়ে হয় ফেসবুকে একাধিক পোস্ট। তারপরেই এই পরিস্থিতিতে শুভেন্দুর বাড়িতে যাওয়াকে কেন্দ্র গুঞ্জন শুরু হয়েছে রাজ্য–রাজনীতিতে।
