নন্দীগ্রামে বিজেপি কর্মীদের উপর হামলার ঘটনার পর বুধবার আহতদের দেখতে নন্দীগ্রাম হাসপাতালে গেলেন শুভেন্দু অধিকারী। সেখানে আহত ৯ কর্মীর সঙ্গে দেখা করেন তিনি। তারপর শুভেন্দু জানান, এই ঘটনা রাজনৈতিক এবং প্রশাসনিকভাবে মোকাবিলা করা হবে।
হাসপাতাল থেকে বেরিয়ে তিনি সংবাদমাধ্যমকে বলেন, ‘মানুষই শেষ কথা।
কালকের কর্মসূচি রাজনৈতিক ছিল না। এই ধর্মীয় অনুষ্ঠান প্রতিবছর হয়।
এই ঘটনা নিয়ে পুলিশে এফআইআর হবে। নিজের ধর্মের প্রতি আস্থাশীল। পরের ধর্মের প্রতি শ্রদ্ধাশীল হয়ে পরবর্তী পদক্ষেপ করব। আগে জমি রক্ষার আন্দোলনে যেভাবে লড়েছি, এবারও মানুষের জন্য লড়ব। আজ ১ ঘণ্টা আন্দোলন হবে। ১৭ জনকে গ্রেপ্তার করতে হবে। প্রত্যেকের রাজনৈতিক মত প্রকাশের অধিকার রয়েছে।’
উল্লেখ্য, মঙ্গলবার শুভেন্দু অধিকারীর সভায় যাওয়ার পথে মিছিলে তাঁর অনুগামীদের ওপর হামলার অভিযোগ ওঠে। হামলার ঘটনার পর আজ আহতদের দেখতে আজ যান শুভেন্দু অধিকারী। তিনি জানান, অভিযুক্তদের বিরুদ্ধে এখনও পর্যন্ত কী ব্যবস্থা নেওয়া হয়েছে, তা নিয়ে পুলিশের সঙ্গেও কথা বলবেন তিনি।
নিজের গড় কাঁথিতে বিজেপি’র সংগঠন জোরদার করতে তত্পর শুভেন্দু অধিকারী। রণকৌশল ঠিক করতে আজ নিজের বাড়িতেই বৈঠক করলেন তিনি। বিজেপি সাংসদ জ্যোতির্ময় মাহাত–সহ বেশ কয়েকজন নেতা এই বৈঠকে যোগ দেন।