দেশ ব্রেকিং নিউজ

‘‌নন্দীগ্রাম থেকে প্রার্থী হতে চাই’‌

বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম থেকেই প্রার্থী হতে চান শুভেন্দু অধিকারী। কারণ ওখান থেকেই প্রার্থী হচ্ছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দিল্লিতে দলের শীর্ষনেতাদের সে কথা জানিয়ে এসেছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী। দিল্লিতে দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার বাড়িতে বঙ্গ বিজেপির কোর কমিটির বৈঠক বসে। এই বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ, বিজেপি নেতা মুকুল রায়, শুভেন্দু অধিকারী, রাজীব বন্দ্যোপাধ্যায়, অমিতাভ চক্রবর্তী, অরবিন্দ মেনন, শিবপ্রকাশের মতো নেতারা। সেই ম্যারাথন বৈঠকে এই ইচ্ছাপ্রকাশ করেন শুভেন্দু।
বাংলায় প্রার্থী বাছাই নিয়ে দিল্লিতে কোর কমিটির বৈঠকে সামিল হয়েছিলেন বিজেপি নেতারা। বৈঠক থেকে বেরানোর পর রাজীব বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‌আমি ডোমজুড় থেকে লড়তে চেয়েছি। বিজেপি নেতৃত্বকে শুভেন্দু অধিকারী বলেছেন, নন্দীগ্রাম থেকে লড়তে চান তিনি।’‌ সূত্রের খবর, শুভেন্দুর প্রার্থী হওয়ার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন মোদী–শাহ। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়াই করতে তাঁর কোনও আপত্তি নেই।
উল্লেখ্য, শাহ–নাড্ডাদের করা এই বৈঠকে প্রার্থী তালিকা নিয়ে মোটামুটি আলোচনা হলেও, প্রার্থী চূড়ান্ত করবে বিজেপির নির্বাচনী কমিটি। যা কিনা বৃহস্পতিবার সন্ধেতেই বৈঠকে বসার কথা। দলের নির্বাচন কমিশনের সেই বৈঠকে হাজির থাকবেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর নন্দীগ্রামে মমতার জন্য বাড়ি ভাড়াও করে ফেলেছে তৃণমূল। ১১ মার্চ মনোনয়নপত্র পেশ করবেন তৃণমূল নেত্রী। ওই কেন্দ্রের বিধায়ক ছিলেন শুভেন্দু অধিকারী। তিনি ইস্তফা দেওয়ার পর নন্দীগ্রামে তেখালিতে গিয়ে মমতা বলেছিলেন, ‘‌আমি যদি নন্দীগ্রামে দাঁড়াই কেমন হয়। সুব্রত বক্সিকে বলছি, এটা আমার মনোবাসনা।’‌