দেশ ব্রেকিং নিউজ

আলাপন–পর্বে মুখ খুললেন শুভেন্দু

প্রাক্তন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর মুখ্য উপদেষ্টা হিসাবে নিয়োগ করেছেন। তারই বিরোধিতায় এবার টুইটারে সরব হলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মঙ্গলবার টুইটারে শুভেন্দু দাবি করেন, অবসরের পরও মাসে আড়াই লক্ষ টাকা আলাপন বন্দ্যোপাধ্যায়কে বেতন দিয়ে করদাতাদের টাকা লুঠ করা হচ্ছে। এই ঘটনায় রাজ্যের সমালোচনা শোনা যায় তাঁর টুইটে। তবে একইসঙ্গে আলাপন বন্দ্যোপাধ্যায় নিয়ে এই প্রথম কোনও রাজ্য বিজেপি নেতা মুখ খুললেন। এখন প্রশ্ন, ‘সেন্সর’ পারের ছাড়পত্র কি শুধু তিনিই পেলেন?
বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী টুইটে লেখেন—পশ্চিমবাংলায় বিমূর্ত নাট্যের অভিনয় চলছে। মুখ্যমন্ত্রীর প্রতি অভিযোগের আঙুল তুলে বলেন, ‘‌শুধু তাঁর নিজের অহমিকার জেরে ভারতের প্রশাসনতন্ত্রের ফেডেরাল স্ট্রাকচার ধ্বংস হয়ে যাচ্ছে। দিদির আচরণে মুখ্যমন্ত্রীর অফিসের আবহাওয়া বিঘ্নিত হচ্ছে। বিঘ্নিত হচ্ছে সংবিধানসম্মত নিয়মকানুন। বিদায়ী মুখ্যসচিব (সরকারের) এমন কী গোপন খবর জানেন যে, তাঁকে আড়াল করতে স্বর্গ-মর্ত্য তোলাপাড় করা হচ্ছে?’‌
আলাপন বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রীর প্রধান উপদেষ্টা হিসাবে নির্বাচন যে শুভেন্দু মোটেই মেনে নিতে পারেননি তাঁর টুইটে সে কথা স্পষ্ট। শুভেন্দুর অভিযোগ, জনগণের করের টাকা দিয়ে এই উপদেষ্টাকে নিয়োগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এটা অর্থ অপচয় ছাড়া আর কিছুই নয়। এই প্রথম কোনও বিজেপি নেতা প্রকাশ্যে মুখ খুললেন। কারণ সম্প্রতি এই প্রসঙ্গ নিয়ে মুখ খোলার ব্যাপারে বঙ্গ বিজেপি নেতাদের ‘সেন্সর’ করা হয় বলে সূত্রের খবর।