ব্রেকিং নিউজ রাজ্য

শুভেন্দুর রোড–শোয়ে ইট

বিজেপিতে যাওয়ার পর থেকেই একের পর এক জনসভা করতে দেখা গিয়েছে শুভেন্দু অধিকারীকে। তবে আজ শহর কলকাতায় এটাই রাজ্যের প্রাক্তন পরিবহনমন্ত্রীর প্রথম জনসভা। কেবল কলকাতা নয় তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গড়় দক্ষিণ কলাকাতাতেই এদিন শক্তি প্রদর্শনে নামলেন শুভেন্দু। শহর কলকাতায় শুভেন্দুর এই জনসভা ঘিরে রাজ্য–রাজনীতির আঙ্গিনায় ক্রমেই চড়ছে পারদ।
চারু মার্কেটের কাছে বিজেপি’‌র মিছিল পৌঁছতেই উত্তেজনা। বহুতল থেকে মিছিল লক্ষ্য করে ঢিল ছোঁড়ার অভিযোগ ওঠে। পাশাপাশি গো–ব্যাক মীরজাফর স্লোগান ওঠে। সব মিলিয়ে উত্তেজনা ছড়ায়। পতাকা ছিঁড়ে ফেলা হয়। অভিযোগ রাস্তার পাশেই তৃণমূলের পতাকা হাতে দাঁড়িয়ে ছিল বেশ কয়েকজন।
অভিযোগ, এই বহুতল থেকেই ইট, জলের বোতল ইত্যাদি ছোঁড়া হয়। এই এলাকায় বিজেপি–তৃণমূল কংগ্রেস কর্মীদের মধ্যে সংঘর্ষ পর্যন্ত হয়েছে। মিছিলে ইঁট ছোঁড়ার অভিযোগ উঠে। পালটা সাইকেল মোটরবাইকে ভাঙচুর চালানোর অভিযোগ উঠে বিজেপি’‌র বিরুদ্ধে। এই রোড–শোয়ে উপস্থিত ছিলেন বিজেপি’‌র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, কেন্দ্রীয় মন্ত্রী দেবশ্রী চৌধুরী, নেত্রী ভারতী ঘোষ, জয়প্রকাশ মজুমদার–সহ অনেকে।
টালিগঞ্জ থেকে শুরু হয় শুভেন্দু অধিকারীর মিছিল। রাসবিহারী পর্যন্ত মিছিল করেন শুভেন্দু। মমতার মাস্টারস্ট্রোকের পর কী বার্তা দেবেন শুভেন্দু। এখন তারই অপেক্ষা। দিলীপ ঘোষ জানান, শুভেন্দু ভবানীপুরে দাঁড়াবেন কিনা জানি না। কে কোথা থেকে দাঁড়াবে সেটা দলের সিদ্ধান্ত। কিন্তু ভবানীপুরে মমতা জিততে পারবে না বুঝেই চলে গিয়েছেন নন্দীগ্রামে। যেখান থেকেই দাঁড়ান, বিজেপি ওনাকে চ্যালেঞ্জ দেবে।