জুট কর্পোরেশন অব ইন্ডিয়ার অস্থায়ী চেয়ারম্যান পদ থেকে আচমকা ইস্তফা দিলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। যা নিয়ে চর্চা তুঙ্গে। বিজেপিতে যোগদানের পরপরই শুভেন্দু অধিকারীকে ক্যাবিনেট মন্ত্রীর পদমর্যাদা দিয়ে, জুট কর্পোরেশনের চেয়ারম্যান করেছিল কেন্দ্র। এই নিয়োগ প্রক্রিয়া চূড়ান্ত করে গত ৪ জানুয়ারি শুভেন্দুর নিয়োগে সম্মতি দেয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন কমিটি।
কিন্তু দু’মাস পেরতে না পেরতেই সেই পদ থেকে ইস্তফা দিলেন শুভেন্দু। এই বিষয়ে বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয় জানিয়েছেন, নির্বাচন নিয়ে ব্যস্ততা বাড়ছে। তাই শুভেন্দু ইস্তফা দিয়েছেন। নিয়োগপত্র অনুযায়ী তাঁর মেয়াদ ছিল তিন বছর। তাঁকে অস্থায়ী বা পার্ট টাইম চেয়ারম্যান হিসাবে নিয়োগ করা হয়। তবে এই পদই এবার ছেড়ে দিলেন শুভেন্দু। কী কারণে এই সিদ্ধান্ত তা এখনও জানা যায়নি।
সূত্রের খবর, নন্দীগ্রাম থেকে শুভেন্দুকে প্রার্থী করতে পারে বিজেপি। প্রস্তুতি প্রায় চূড়ান্ত। ফলে ভোটে দাঁড়ানোর আগে সরকারি পদ থেকে সরে দাঁড়ালেন তিনি। যেহেতু চেয়ারম্যান পদটি লাভজনক, তাই নির্বাচনী আচরণবিধি মেনে ওই পদ থেকে ইস্তফা দিলেন রাজ্যের প্রাক্তন পরিবহণমন্ত্রী। এই কেন্দ্র থেকেই প্রতিদ্বন্দ্বিতা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধায়।
উল্লেখ্য, গত বছরের ১৯ ডিসেম্বর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের মেদিনীপুরের সভায় বিজেপিতে যোগ দেন শুভেন্দু। নন্দীগ্রামের প্রাক্তন বিধায়ককে চ্যালেঞ্জ জানিয়ে ওই কেন্দ্রে প্রার্থী হওয়ার সিদ্ধান্ত ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার পর থেকেই প্রশ্ন, রাজ্য–রাজনীতির ভরকেন্দ্র হয়ে ওঠা নন্দীগ্রামেই কি প্রার্থী হবেন শুভেন্দু?