অবশেষে পাশ হয়ে গেল শুভেন্দুর বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাব। কাঁথি সমবায় ব্যাঙ্কের চেয়ারম্যানের পদ থেকে সরানো হল শুভেন্দু অধিকারীকে। অস্থায়ীভাবে দায়িত্ব পেয়েছেন ভাইস চেয়ারম্যান। কাঁথি সমবায় ব্যাঙ্কের চেয়ারম্যান শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে অনাস্থা আনেন ব্যাঙ্কের অধিকাংশ ডিরেক্টর। মোট ১৮ ডিরেক্টরের মধ্যে ১০ জন আজ ওই অনাস্থা ভোটাভুটিতে হাজির হন। পরাজিত হন শুভেন্দু।
অভিযোগ, মামলা করে গত চার মাস ধরে ব্যাঙ্কের কাজকর্ম আটকে রেখেছেন শুভেন্দু। আজ দুপুর ১২টার পর ওই অনাস্থা প্রস্তাব পাশ হয়। তখনই শুভেন্দু অধিকারীকে চেয়ারম্যানের পদ থেকে সরানের কথা ঘোষণা করেন ব্যাঙ্কের অন্যতম ডিরেক্টর আলেম আলি খান। তাঁর দাবি, গত চার মাস ধরে ব্যাঙ্কের পদ আঁকড়ে থেকে ব্যাঙ্কের ক্ষতি করছিলেন শুভেন্দু। এতে ব্যাঙ্কের গ্রাহকদের বিভিন্ন কাজ–সহ লোন দেওয়ার কাজও আটকে ছিল।
দীর্ঘ কয়েক বছর ধরেই কাঁথি সমবায় ব্যাঙ্কের চেয়ারম্যান পদে ছিলেন শুভেন্দু। দু’বারের বেশি ওই পদে থাকা যায় না। কিন্তু তিনি ওই পদে ছিলেন বেশ কয়েকবার। ব্যাঙ্কের সামনে শুভেন্দু অধিকারীর পদত্যাগের দাবিতে বিক্ষোভও দেখায় তৃণমূল সমর্থকরা। বিষয়টি নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা করেন নন্দীগ্রামের বিধায়ক।