জেলা

জেড ক্যাটেগরি নিরাপত্তায় শুভেন্দু

আগামী শনিবার মেদিনীপুরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সভায় বিজেপিতে যোগ দিতে পারেন শুভেন্দু অধিকারী। ইতিমধ্যেই সব দলীয় পদ এবং দল থেকে ইস্তফা দিয়েছেন তিনি। আর সঙ্গে সঙ্গে কথা রাখল কেন্দ্রীয় সরকার। শুভেন্দু অধিকারীর জন্মদিনের দিন জেড ক্যাটেগরির নিরাপত্তা দেওয়ার কথা জানিয়েছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। দল ছাড়ার ২৪ ঘণ্টা আগেই তাঁর জন্য জেড ক্যাটেগরির নিরাপত্তার ব্যবস্থা করল স্বরাষ্ট্রমন্ত্রক।
সুতরাং বুলেট প্রুফ গাড়ি পাচ্ছেন শুভেন্দু। আজ, শুক্রবার এই ঘোষণা করল স্বরাষ্ট্রমন্ত্রক। শুভেন্দুকে নিয়ে গত একমাস ধরেই রাজ্য–রাজনীতি তোলপাড়। তিনি বহুদিন ধরেই তৃণমূলের সঙ্গে দূরত্ব তৈরি করছেন বলে খবর। তবে সেটা পরিষ্কার হয়ে যায়, যখন একে একে বিভিন্ন পদ থেকে সরে দাঁড়ান। শেষ পর্যন্ত শুভেন্দু বিধানসভায় গিয়ে ইস্তফাপত্র জমা দেওয়ার পরেই তৃণমূলের সঙ্গে তাঁর বিচ্ছেদ পাকাপাকি হয়ে যায়। এই পরিস্থিতিতে জেড ক্যাটেগরি নিরাপত্তা দেওয়া তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
সূত্রের খবর, স্বরাষ্ট্রমন্ত্রক সিদ্ধান্ত নিয়েছে, ‘জেড’ প্লাস নিরাপত্তা পাবেন শুভেন্দু। তাঁর নিরাপত্তায় ২৪ ঘণ্টা ৩০ জন কেন্দ্রীয় জওয়ান থাকবেন। সবসময় তাঁকে ঘিরে রাখবেন ১০ জন কমান্ডো। বুলেটপ্রুফ গাড়ির পাশাপাশি তাঁর যাতায়াতের সময় থাকবে পাইলট কার। পাশাপাশি ভিন রাজ্যে গেলে তিনি ওয়াই প্লাস সুরক্ষা পাবেন। এখনও শুভেন্দু বিজেপিতে যোগ দেননি। এই অবস্থায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক শুভেন্দুর জন্য জেড ক্যাটেগরি নিরাপত্তা ঘোষণা করল—এটা খুবই ইঙ্গিতপূর্ণ বলে মনে করছে রাজ্যের রাজনৈতিক পর্যবেক্ষকরা। এখন দেখার তৃণমূল কি করে।
উল্লেখ্য, মন্ত্রিত্ব ছাড়ার আগেই রাজ্যে সরকারের গাড়ি ও নিরাপত্তা ফেরানোর আবেদন জানিয়েছিলেন নন্দীগ্রামের বিধায়ক এবং রাজ্যের প্রাক্তন পরিবহণমন্ত্রী। সেই আবেদন অনুযায়ী সম্প্রতি তাঁর নিরাপত্তা প্রত্যাহার করে নেয় রাজ্য সরকার। সরকারি নিরাপত্তা ছাড়াই যাতায়াত করছিলেন শুভেন্দু। ব্যবহার করছিলেন বেসরকারি গাড়িও।