জেলা

শুভেন্দু অনুগামী সরাতে নির্দেশ মুখ্যমন্ত্রীর

দাদার অনুগামীদের কপালে এবার দুঃখ নামিয়ে আনলেন দিদি। আর তাতেই রাজ্য–রাজনীতিতে জোর শোরগোল পড়ে গিয়েছে। কারণ শুভেন্দু অনুগামী হিসেবে পরিচিত অমূল্য মাইতিকে জেলা পরিষদের কর্মাধ্যক্ষের পদ থেকে সরিয়ে দেওয়ার নির্দেশ দিলেন খোদ মুখ্যমন্ত্রী। সুতরাং আর কোনও হ্যাঙ্কি–প্যাঙ্কি শুনতে যে মুখ্যমন্ত্রী রাজি নন তা এই ঘটনা থেকে পরিষ্কার হয়ে গেল।
সামনেই বিধানসভা নির্বাচন। তাই ঘর গোছাতে শুরু করেছে তৃণমূল। খোদ মুখ্যমন্ত্রী জেলা সফর শুরু করে দিয়েছেন। সূত্রের খবর, মঙ্গলবার মেদিনীপুর ছাড়ার আগে জেলা পরিষদের সভাধিপতি উত্তরা সিং হাজরা এবং সহ সভাধিপতি তথা দলের জেলা সভাপতি অজিত মাইতিকে অমূল্য মাইতিকে কর্মাধ্যক্ষের পদ থেকে সরিয়ে দেওয়ার জন্য নির্দেশ দেন তিনি।
যদিও এই নির্দেশের কথা স্বীকার করে বিষয়টি নিয়ে সরাসরি প্রতিক্রিয়া দিতে অস্বীকার করেছেন জেলা তৃণমূল সভাপতি তথা জেলা পরিষদের সহ সভাধিপতি অজিত মাইতি। উল্লেখ্য, কয়েকদিন আগেই অমূল্য মাইতির নিরাপত্তারক্ষী প্রত্যাহার করে নেওয়া হয়।
এরপর মুখ্যমন্ত্রীর দু’‌দিনের সফরে একবারের জন্যও দেখা যায়নি অমূল্য মাইতিকে। অথচ শুভেন্দু অধিকারী এলেই তাঁকে দেখা যায় তাঁর পাশে। মনে করা হচ্ছে, পরোক্ষভাবে শুভেন্দু অধিকারীর অনুগামীদের কড়া বার্তা দেওয়ার জন্যই এই পদক্ষেপ নেওয়া হল। তবে এখনও পর্যন্ত এই ঘটনায় কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি অমূল্য মাইতির পক্ষ থেকে।