দেশ ব্রেকিং নিউজ

বিজেপি প্রার্থী শুভেন্দু–দিলীপ!‌

আজই প্রথম দু’দফার প্রার্থী তালিকা প্রকাশ করতে পারে বিজেপি বলে জোর শোরগোল পড়ে গিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ব্রিগেড সফরের আগের দিনেই এই প্রার্থী তালিকা প্রকাশিত হতে চলেছে বলে বিজেপি সূত্রে খবর। কিন্তু অন্য একটি সূত্র বলছে, পিছিয়ে যেতে পারে বিজেপির প্রার্থী তালিকা। তবে যাইহোক সেখানে থাকছে একাধিক চমক।
শুক্রবার ২৯১টি আসনে প্রার্থী তালিকা ঘোষণা করেছে তৃণমূল। তবে বিজেপির প্রার্থী তালিকা নিয়ে দোটানা চলছেই। জানা যায়, তৃণমূল কংগ্রেসের সঙ্গে একই দিনে তালিকা প্রকাশ করবে বিজেপি। তার পরে শোনা যায়, ৭ মার্চ ব্রিগেড সমাবেশের পর তা প্রকাশ করা হতে পারে। এখন সেই জল্পনার অবসান ঘটতে চলেছে বলে খবর।
এখন জোর জল্পনা চলছে বিজেপি রাজ্য সভাপতি তথা দলের সাংসদ দিলীপ ঘোষের নাম নিয়ে। শোনা যাচ্ছে, নিজের ছেড়ে আসা খড়গপুরে তাঁকে ফের প্রার্থী করা হতে পারে। নন্দীগ্রামে প্রার্থী করা হতে পারে রাজ্যের প্রাক্তন মন্ত্রী এবং প্রাক্তন তৃণমূল কংগ্রেস নেতা শুভেন্দু অধিকারীকে। পাণ্ডবেশ্বরের সম্ভাব্য প্রার্থী হিসেবে উঠে এসেছে প্রাক্তন তৃণমূল বিধায়ক জিতেন্দ্র তিওয়ারির নাম।
সূত্রের খবর, তৃণমূল ছেড়ে আসা রাজ্যের আর এক প্রাক্তন মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়কে তাঁর পুরনো কেন্দ্র ডোমজুড়েই প্রার্থী করা হতে পারে। বিধাননগর থেকে সব্যসাচী দত্ত, বাগদায় দুলাল বর, শিবপুরে রুদ্রনীল ঘোষ, হাওড়া মধ্য রথীন চক্রবর্তী, খড়দহ শীলভদ্র দত্ত, ব্যারাকপুরে চন্দ্রমণি শুল্কা এবং বালি থেকে বিজেপি প্রার্থী করতে পারে এই কেন্দ্রেরই প্রাক্তন তৃণমূল বিধায়ক বৈশালী ডালমিয়াকে।