বিজেপিতে যোগ দেওয়ার পর আজ কলকাতায় আসছেন শুভেন্দু অধিকারী। এই পরিস্থিতি টুইটে রাজ্যপাল জানান, আজ অর্থাৎ সোমবার বিকেল চারটেয় রাজভবনে তাঁর সঙ্গে বৈঠক করবেন শুভেন্দু। স্বাভাবিকভাবেই এই নিয়ে নতুন করে শুরু হয়েছে গুঞ্জন।
এরপর দুপুর একটায় পদত্যাগ বিতর্ক মেটাতে স্পিকারের ডাকে বিধানসভায় যাবেন মেদিনীপুরের ভূমিপুত্র। এরপর বিকেলে রাজভবনে রাজ্যপালের সঙ্গে বৈঠক সারবেন তিনি। উল্লেখ্য, চলতি মাসে বিধায়ক পদও ত্যাগ করেন শুভেন্দু। পদত্যাগের পর রাজ্যপাল জগদীপ ধনকারকে একটি চিঠি লেখেন তিনি। উদ্বেগ প্রকাশ করে জানিয়েছিলেন তাঁকে ফাঁসানো হতে পারে রাজ্যের পক্ষ থেকে। এই বিষয়ে রাজ্যপালকে পদক্ষেপ নেওয়ার আর্জিও জানান। শুভেন্দুর চিঠিটি পাওয়ার পরেই মুখ্যমন্ত্রীকে একটি চিঠি পাঠান ধনকার। শুভেন্দুকে যাতে কোনওভাবে ভুয়ো মামলায় ফাঁসানো না হয়, সেদিকে নজর দিতে বলেন।
ইতিমধ্যেই শুভেন্দু অধিকারীর বাড়িতে পৌঁছে গিয়েছে জেড ক্যাটেগরির নিরাপত্তা বাহিনী। সেখানে ৩টি গাড়ির কনভয় থাকবে তার সঙ্গে। সবকিছু খতিয়ে দেখতে তিন আধিকারিক রয়েছেন তাঁর কাঁথির শান্তিকুঞ্জের বাড়িতে। পৌঁছে গিয়েছেন জওয়ানরা।
১৯ ডিসেম্বর অমিত শাহের হাত ধরে বিজেপিতে যোগ দেন শুভেন্দু।একুশের রণকৌশল নিয়ে গেরুয়া শিবিরের নেতাদের সঙ্গে একদফা বৈঠকও করে ফেলেছেন তিনি। সূত্রের খবর, দ্রুতই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গেও বৈঠক করবেন বিজেপি নেতা শুভেন্দু। তারই মাঝে সোমবার সকালে একটি টুইট করেন ধনকার। সেখানেই জানান, আজ বিকেলে শুভেন্দু অধিকারী যাচ্ছেন রাজভবনে। বৈঠক করবেন তাঁরা। কী কারণে এই বৈঠক? তা নিয়ে ইতিমধ্যেই জল্পনা শুরু হয়েছে।
আজ শুভেন্দুর নিরাপত্তার জন্য সিআরপিএফ জওয়ানদের মোতায়েন করা হল আর তারই প্রস্তুতি হিসেবে এদিনের সফর। তৃণমূল ছাড়ার পরই শুভেন্দু অধিকারীর জন্য জেড–ক্যাটেগরির নিরাপত্তা ঘোষণা করেছে স্বরাষ্ট্রমন্ত্রক। বুলেটপ্রুফ গাড়িও পেয়েছেন শুভেন্দু। গত শুক্রবারই এই ঘোষণা করে স্বরাষ্ট্র মন্ত্রক। উত্তরবঙ্গের ভোট টানতে জানুয়ারিতেই সেখানে সভা করতে পারেন বিজেপি নেতা শুভেন্দু বলে খবর।
