দেশ ব্রেকিং নিউজ

ভারতে আন্তর্জাতিক উড়ান বাতিল

আগামী ৩১ আগস্ট পর্যন্ত ভারতে কোনও আন্তর্জাতিক উড়ান চলাচল করবে না। দেশের অসামরিক বিমান পরিবহন নিয়ামক সংস্থা ডিজিসিএ এই সিদ্ধান্তের কথা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। তার আগে ৩১ জুলাই পর্যন্ত সমস্ত আন্তর্জাতিক উড়ান নিষিদ্ধ করা হয়েছিল। এবার দেশে যে পরিমান করোনা সংক্রমণ বাড়তে শুরু করেছে তাতে কোভিড কাপে ভারত এখনই তৃতীয় স্থান দখল করেছে। আন্তর্জাতিক উড়ান চলাচল বাতিলের মেয়াদ না বাড়ালে প্রথম স্থান দখল করা কেউ আটকাতে পারত না।
এদিন ডাইরেক্টরেট জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশন বিবৃতিতে জানিয়েছে, ভারতে সমস্ত আন্তর্জাতিক বাণিজ্যিক যাত্রিবাহী উড়ান পরিষেবার স্থগিত রাখার মেয়াদ বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগামী ৩১ আগস্ট রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত এই নিষেধাজ্ঞা জারি থাকবে। এমনকী আন্তর্জাতিক কার্গো উড়ানের ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা বলবত হবে না।
উল্লেখ্য, ভারতে করোনা পরিস্থিতির চূড়ান্ত অবনতি হচ্ছে। একদিনে নতুন করে ৫০ হাজারের বেশি ব্যক্তির শরীরে সংক্রমণ ধরা পড়ছে। যার জেরে দেশে মোট করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে ১৬ লক্ষ ছাড়িয়ে গিয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক সূত্রে খবর, দেশে মোট করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা হয়েছে ১৬ লক্ষ ৩৮ হাজার ৮৭০। এখনও চিকিত্‍‌সাধীন রয়েছেন ৫ লক্ষ ৪৫ হাজার ৩১৮ জন।