রাজ্য লিড নিউজ

সন্দেশখালিতে ১৪৪ ধারার উপর স্থগিতাদেশ

সন্দেশখালিতে ১৪৪ ধারা জারির উপর স্থগিতাদেশ দিল হাইকোর্ট। আগামী সাত দিনের জন্য স্থগিতাদেশ বহাল থাকবে। পাশাপাশি শর্ত সাপেক্ষে সন্দেশখালি যেতে পারবেন শুভেন্দু অধিকারী তাও জানিয়ে দিয়েছে কলকাতা হাইকোর্ট।

তিনি ঠিক কোন শর্তে সন্দেশখালি যাবেন তা স্পষ্ট করে দিল আদালত। সোমবার বিচারপতি কৌশিক চন্দ জানিয়েছেন, সন্দেশখালির নির্দিষ্ট কয়েকটি জায়গায় যেতে পারবেন রাজ্যের বিরোধী দলনেতা। তবে কোনও প্ররোচনা দেওয়া যাবে না। একইসঙ্গে রাজ্য পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে, তিন ঘণ্টার মধ্যে শুভেন্দু অধিকারীকে রুট জানাতে হবে। রাজ্যকে বিচারপতির সতর্কবার্তা, আপাতত এলাকায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দেওয়া হচ্ছে না। কিন্তু নিরাপত্তা বিঘ্নিত হলে সেই সিদ্ধান্ত নিয়ে ভাবা হবে।

কলকাতা হাইকোর্টের এই নির্দেশের পর কলকাতা হাইকোর্টকে ধন্যবাদ জানিয়েছেন শুভেন্দু অধিকারী। তিনি জানিয়েছেন, মঙ্গলবার সকালেই বিধায়কদের একটি প্রতিনিধি দল নিয়ে সন্দেশখালির উদ্দেশ্যে রওনা দেবেন তিনি।