সোমবার দিনে দুপুরে পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষ ব্লকের আমিলা বাজারে অস্বাভাবিক মৃত্যু হয় এক যুবকের। অস্বাভাবিক মৃত্যু নয়, বরং খুন করা হয়েছে এমনটাই দাবি মৃতের পরিবারের।
জানা গেছে, নিজের নার্সারির দোকানের মধ্যে অস্বাভাবিক ভাবে মৃত্যু হয় ওই যুবকের। পরিবারের সদস্যদের অভিযোগ, খুন করা হয়েছে তাদের ছেলেকে। মৃত যুবকের নাম শেখ ফিরোজ। বাবার নাম শেখ মুঈনুদ্দীন। বয়স ২৫ বছর। বাড়ি আমিলা গ্রামে। সোমবার দুপুর ১ টা নাগাদ পরিবারের লোকেরা দেখেন, একটি চেয়ারে মৃত অবস্থায় বসে আছে ফিরোজ। ঘটনা জানাজানি হতেই ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত ছুটে আসেন শেয়ারা বাজার ফাঁড়ির ওসি রাজেশ মাহাতো। একইসাথে খণ্ডঘোষ থানার ওসি পুষ্পেন্দু জানা হাজির হন বিশাল পুলিশ বাহিনী সহ। এরপর দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায় খণ্ডঘোষ থানার পুলিশ।
ঘটনার জেরে তীব্র চাঞ্চল্য ছড়ালে পরিস্থিতি সামাল দিতে যথেষ্ট বেগ পেতে হয় খণ্ডঘোষ থানা ও সেহারাবাজার ফাঁড়ির পুলিশকে। ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।