গেল ১৪ জুন জনপ্রিয় অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যু শোবিজের চাঞ্চল্যকর ঘটনা। তার মৃত্যুতে শোকের ছাড়া নেমে এসেছে। সুশান্তের মৃত্যু নিয়ে থামছেই না আলোচনা। মাত্র ৩৪ বছরে শেষ হয়ে গেল তার জীবন। প্রাথমিক তদন্তে এই অভিনেতা অবসাদে আত্মহত্যা করেছেন বলে পুলিশ জানায়।
এবার সুশান্তের মৃত্যু নিয়ে কথা বলেছেন অভিনেত্রী সুস্মিতা সেন। গণমাধ্যমে এই অভিনেত্রী বলেছেন, সুশান্তের মৃত্যু আরও একবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল কেবল শারিরীক নয়, সুস্থভাবে বেঁচে থাকার জন্য সমানভাবে প্রয়োজন মানসিক সুস্থতা।
সুস্মিতা বলেন, তিনি একের পর এক সিনেমায় কাজ করে দর্শকদের মন জয় করেছেন। তিনিই ভুগছিলেন ক্লিনিক্যাল ডিপ্রেশানে! এটা খুবই অবাক করা কথা। সুশান্তের মতো অনেক তরুণ তারকা আমাদের কিছু বলতে চাইছেন। আমাদের উচিত ও দায়িত্ব তাদের কথা শোনার, পাশে থাকার। অযথা তাদের দোষারোপ করার চেষ্টাও করবেন না।