সুস্মিতা সেন ও ললিত মোদী কি সম্পর্কে জড়িয়েছেন? এই প্রশ্নকে কেন্দ্র করেই রাত থেকে চাঞ্চল্য ছড়িয়েছে নেটপাড়ায়। গুঞ্জন আরও উসকে দিয়েছেন প্রাক্তন আইপিএল কর্তা ললিত মোদী। তিনি একগুচ্ছ ছবি সোশাল মিডিয়ায় ছেড়ে সুস্মিতাকে তাঁর ‘বেটার হাফ’ বলে দাবি করেন।
বৃহস্পতিবার সন্ধ্যায় আচমকা ললিত মোদীর একটি টুইটে ঝড় ওঠে নেটমাধ্যমে। সেখানে বেশ কয়েকটি ছবি শেয়ার করেন তিনি। তার মধ্যে দুটিতে বেশ অন্তরঙ্গ অবস্থায় দেখা গিয়েছে সুস্মিতা সেন ও ললিত মোদীকে। প্রাক্তন আইপিএল চেয়ারম্যান লিখেছেন, “সবে লন্ডনে ফিরলাম একটা দারুন ওয়ার্ল্ড ট্যুর সেরে। মালদ্বীপ, সার্ডিনিয়া আমার পরিবারের সঙ্গে, আর আমার বেটার হাফ সুস্মিতা সেন তো রয়েছেই। একটা নতুন শুরু। একটা নতুন জীবন অবশেষে। চাঁদে পৌঁছে গিয়েছি!”
এখনও তাদের বিয়ে না হলেও খুব শিগগির তা সেরে ফেলবেন বলে জানিয়েছেন ললিত মোদী। তারপরই আচমকা কটাক্ষ শুরু হয় সুস্মিতার ব্যক্তিগত জীবন নিয়ে। কাল থেকে মুখে কুলুপ এঁটে বসেছিলেন প্রাক্তন বিশ্বসুন্দরী। নিন্দা, সমালোচনা ধেয়ে আসলেও কোনো মন্তব্য করেননি তিনি।
অবশেষে মুখ খুললেন তিনি। নিজের দুই দত্তক মেয়ের সঙ্গে হাসিমুখে সেলফি শেয়ার করেছেন সুস্মিতা।তিনি লিখেছেন, “আমি খুব ভাল জায়গায় আছি। বিয়ে হয়নি। কোনো আংটি নেই। শুধু নিঃশর্ত ভালবাসা দিয়ে ঘিরে রয়েছি! অনেক কৈফিয়ত দিয়ে দিয়েছি। এবার জীবন আর কাজে ফেরার পালা। আমার আনন্দ ভাগ করে নেওয়ার জন্য ধন্যবাদ। আর যারা করেন না, তাদের নাক গলানোর দরকারও নেই। সবার জন্য ভালবাসা।”