ব্রেকিং নিউজ রাজ্য

Berhampore Murder: সুতপার উদ্দেশ্যেই শেষ ভিডিও সুশান্ত’র!

বহরমপুরে ছাত্রী খুনের ঘটনায় এক সপ্তাহ পার হয়ে গিয়েছে। গত সোমবার সন্ধ্যায় খুন করা হয় মালদহের ইংরেজবাজারের কলেজ ছাত্রী সুতপা চৌধুরীকে। এই খুনের ঘটনায় বারবার উঠে আসছে নতুন তথ্য। ধৃত প্রেমিকের দাবি, অন্য কারো সঙ্গে সম্পর্ক তৈরি করতে চেয়েছিল সুতপা। সেই জন্যই নিজেকে ঠিক রাখতে পারেনি সুশান্ত।

জানা গিয়েছে, সোমবার সুতপাকে মেস থেকে ডেকে নৃশংস ভাবে কুপিয়ে খুন করে সুশান্ত। খুনের পর পায়ে হেঁটে এলাকা ছাড়ে অভিযুক্ত। পুলিশি তত্‍পরতায় ঘণ্টা তিনেকের মধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করা সম্ভব হয়। ধরা পড়ার পর বারবার সুতপারই খোঁজ নিয়েছিল সুশান্ত। পাঁচ বছরের ভালোবাসার সম্পর্কে ফাটল ধরে বছর খানেক আগে। সুশান্তকে তার পছন্দ নয় বলে জানিয়ে দেয় সুতপা। আর তা মেনে নিতে না পেরে এই খুনের ছক,অনুমান পুলিশের।

নেটমাধ্যমে সুশান্তের একটি ভিডিও তুমুল গতিতে ভাইরাল হতে শুরু করেছে। মোট ২ মিনিট ২৬ সেকেন্ডের ওই ভিডিওটিতে রীতিমত আবেগাপ্লুত অবস্থায় সুশান্তকে কোনো এক মহিলার উদ্দেশ্যে বেশ কিছু বক্তব্য বলতে শোনা গেছে। ঐ ভিডিওতে সুশান্ত সুতপার উদ্দেশ্যেই কথা গুলো বলেছেন দাবি সুতপার পরিবারের।

যদিও সুতপার পরিবারের বিরুদ্ধে “বেইমানি” ও “প্রতারণা”-র অভিযোগ সুশান্তের পরিবারের। পাশাপাশি, তাঁদের বক্তব্য, ‘‘সুশান্তের সঙ্গে সুতপার দীর্ঘ দিনের সম্পর্ক। কিন্তু, অন্য এক নতুন সম্পর্কের জন্য আমাদের ছেলেকে মানসিক ভাবে খুন করে দিয়েছিল সুতপা।”