The death of Bollywood acter Susant Singh raises great question. In this situation popular actress Rupa Ganguly has demanded to involve CBI to investigate the case.
বিনোদন

“সিবিআই-এর হাতে সুশান্তের তদন্তভার দেয়া হোক”

বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যা নিয়ে চলছে ব্যাপক উত্তেজনা। ৩৪ বছর বয়সী এই অভিনেতার মৃত্যু নিয়ে সরব তারকা থেকে শুরু করে সাধারণ মানুষ। এবার জনপ্রিয় অভিনেত্রী রূপা গাঙ্গুলি সিবিআই-এর হাতে এই তদন্তভার দেয়ার দাবি জানালেন।

গণমাধ্যমে তিনি বলেন, সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর তদন্তভার কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার হাতে তুলে দেয়া হোক। সুশান্তের মৃতদেহের পাশ থেকে কোনো সুইসাইড নোট উদ্ধার করা যায়নি। ফলে এটি যে আত্মহত্যা, তা কীভাবে জানলো পুলিশ? এমন প্রশ্নও তোলেন বিজেপির এই নেত্রী। পাশাপাশি সুশান্তের মৃত্যুর তদন্ত করতে গিয়ে পুলিশ কেন এত তাড়াহুড়ো করছে বলেও রূপা প্রশ্ন তোলেন।

গেল ১৪ জুন পুলিশ এই নায়কের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেন। শেষবার ‘ছিছোড়ে’ ছবিতে সুশান্তকে দেখা গিয়েছিল। এছাড়াও ‘কেদরনাথ’, ‘এম.এস. ধোনি: দ্য আনটোল্ড স্টোরি’, ‘ডিটেকটিভ ব্যোমকেশ বক্সী’, ‘পিকে’, ‘কাই পো চে’ সহ একাধিক ছবিতে সুশান্ত অভিনয় করেছেন। টেলিভিশনে ‘পবিত্র রিস্তা’ ধারাবাহিক দিয়ে সুশান্ত ক্যারিয়ারের প্রথম সাফল্যের মুখ দেখেন।