বলিউডের মাথার উপরে যেন আকাশ ভেঙে পড়ল। কারণ আত্মহত্যা করলেন বলিউডের নতুন প্রজন্মের অন্যতম জনপ্রিয় মুখ সুশান্ত সিং রাজপুত। রবিবার মুম্বইয়ের বাড়ি থেকে উদ্ধার হয় তাঁর ঝুলন্ত দেহ। নিজের মুম্বইয়ের ফ্ল্যাটে আত্মহত্যা করলেন বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুত। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৩৪ বছর। জানা যাচ্ছে, বেশ কিছুদিন ধরেই অবসাদে ভুগছিলেন তিনি।
টিভি অভিনেতা হিসাবে আত্মপ্রকাশ সুশান্তের। ‘কিস দেশ মেঁ হ্যায় মেরা দিল’ ধারাবাহিকে তাঁর প্রথম অভিনয়। তার পর একতা কাপুরের ‘পবিত্র রিশ্তা’ অভিনয় করে তিনি পাদপ্রদীপের আলোয় আসেন। তার পরেই তাঁর বলিউডে আসা। মাত্র কয়েকদিন আগেই সুশান্ত সিং রাজপুত ও বরুণ শর্মার প্রাক্তন ম্যানেজার দিশা সলিয়নের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। গত সোমবার রাতে মুম্বইয়ের মলাডের একটি বহুতলের নীচ থেকে দিশাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয়েছিল।
‘এম এস ধোনি: অ্যান আনটোল্ড স্টোরি’ বায়োপিকে অভিনয় করে তিনি খ্যাতির শীর্ষে ওঠেন। শেষ তাঁকে দেখা গিয়েছে ‘ছিছোরে’ সিনেমাতে। অনেকে বলছেন, দিশার মৃত্যুর কয়েকদিনের মধ্যেই আত্মহত্যা করলেন স্বয়ং সুশান্ত নিজেই। ঘটনার কথা শুনে শোকে মূহ্যমান গোটা বলিউড ও দেশজুড়ে ছড়িয়ে থাকা সুশান্তের অগণিত ভক্তরা। সুশান্তের মতো বলিউডের তরুণ তুর্কি যেভাবে আত্মহত্যার পথ বেছে নিলেন তাতে ধোঁয়াশা তৈরি হয়েছে।