সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর উত্তাল বলিউড। তার মৃত্যুকে হত্যা হিসেবে দেখছেন অনেকেই। নেটিজেনরা প্রতিবাদে মুখর। সুশান্তকে নিয়ে মুখ খুলেছেন অনেক তারকাই। তবে এই প্রথম প্রয়াত অভিনেতার বাবা কে কে সিং মুখ খুললেন। যেখানে ছেলের চাঁদে জমি কেনার প্রসঙ্গ তিনি তুলে আনেন।
সুশান্তের বাবা জানান, সুশান্ত চাঁদে নিজের নামে জমি কিনেছিলেন। ৫৫ লাখ টাকার টেলিস্কোপ দিয়ে সেই জমির দেখভাল করতেন। শুধু তাই নয়, ভারত থেকে কীভাবে নাসায় পৌঁছনো যায় এ দেশের ছেলেমেয়েদের সেই প্রচেষ্টাও সুশান্ত শুরু করেছিলেন বলে তিনি জানান।
কে কে সিং আরও জানান, খুব কম বয়সে সুশান্ত অনেক কিছু করে ফেলেছিল। এজন্যই হয়তো চলে যাওয়ার তাড়া ছিল তার। করোনায় আসাম এবং কেরালার সরকারকে সাহায্যের জন্য সুশান্ত কয়েক কোটি টাকা দিয়েছিলেন। শুধু তাই নয়, অসহায় মানুষদের কীভাবে সাহায্য করা যায় তাও সুশান্ত শুরু করেছিলেন বলে কে কে সিং জানান।
এসবের পাশাপাশি সুশান্তের বিয়ে নিয়ে প্রশ্ন করা হলে তার বাবা জানান, আগামী বছর একটি সিনেমা মুক্তি পাওয়ার কথা ছিল। সেই ছবি মুক্তি পেলে তবেই বিয়ের কথাবার্তা বলবেন বলেও নাকি বাবাকে জানিয়েছিলেন সুশান্ত সিং রাজপুত।