রাজনীতির ময়দানে এখন শোনা যাচ্ছে, ‘খেলা হবে।’ একুশের নির্বাচনে তৃণমূলের বিপুল জয়ের পরে তা রাজ্যের বাইরেও জনপ্রিয় হয়েছে। আর তারই যেন ইঙ্গিত দিল ইন্ডিয়া টুডে–র সমীক্ষা। তাদের সমীক্ষায় দেখা যাচ্ছে, প্রধানমন্ত্রী হিসেবে মোদীর জনপ্রিয়তা কমেছে ৪২ শতাংশ!
আগে যেখানে ৬৬ শতাংশ মানুষ চাইতেন মোদীকে প্রধানমন্ত্রী হিসেবে। এখন মাত্র ২৪ শতাংশ মানুষ চাইছেন। আর প্রধানমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম চতুর্থ স্থানে উঠে এসেছে। আগে যা ছিল সপ্তম স্থানে। তাই খেলা শুরু হয়েছে বলেই মনে করা হচ্ছে।
প্রত্যেক বছর জানুয়ারি এবং আগস্ট মাসে সমীক্ষা চালায় ইন্ডিয়া টুডে। তাতে দেশের রাজনীতিকদের নিয়ে সাধারণ মানুষদের মতামত তুলে ধরা হয়। তবে পছন্দের প্রধানমন্ত্রীর তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ! আগামী বছর উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনের আগে এটি যোগী তথা বিজেপির মনোবল বাড়াবে।
আর তৃতীয় স্থানে রয়েছেন রাহুল গান্ধী। তাঁকে দেশের ১০ শতাংশ মানুষ প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান। এই তালিকায় নাম আছে অমিত শাহেরও। তাঁকে দেশের ৭ শতাংশ মানুষ প্রধানমন্ত্রীর আসনে বসাতে চান।