ব্রেকিং নিউজ রাজ্য

সুরজিৎ সেনগুপ্তর চিকিৎসায় তৎপর রাজ্য

সুরজিৎ সেনগুপ্তর চিকিৎসার দায়িত্ব নিল রাজ্য সরকার।তাঁর চিকিৎসার সবরকম সহযোগিতার আশ্বাস দেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস।প্রসঙ্গত, রবিবার রাতে বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় করোনাক্রান্ত সুরজিৎ সেনগুপ্তকে।সংক্রমণ ছড়িয়েছে ফুসফুসে। কয়েকবছর আগে বাইপাস সার্জারি হয়েছিল। তাই উদ্বিগ্ন চিকিৎসকরা। ফুসফুস বিশেষজ্ঞ ড. অজয় সরকারের চিকিৎসাধীন রয়েছেন প্রাক্তন ফুটবলার। জানা গিয়েছে, সোমবার রাতের দিকে তার শারীরিক অবস্থার অবনতি হয়। অক্সিজেন মাত্রা ক্রমশ কমতে থাকে। তাঁকে বাইপাপ চিকিৎসা পদ্ধতির মধ্যে রাখা হয়েছে।

মঙ্গলবার দুপুরে নব মহাকরণে সুরজিৎ সেনগুপ্তর ভবিষ্যৎ চিকিৎসার পরিকল্পনা নিয়ে একটি জরুরি বৈঠক হয়।বৈঠকে ঠিক হয়, চিকিৎসকদের একটি বিশেষ মেডিক্যাল টিম তৈরি করা হবে। ড. অজয় সরকারের পাশাপাশি সেই বোর্ডে থাকবেন রাজ্য সরকারের করোনা স্পেশালিস্ট ড. যোগিরাজ রায়।

বৈঠকে উপস্থিত ছিলেন মানস ভট্টাচার্য, বিদেশ বসু, বিকাশ পাঁজি, মনোরঞ্জন ভট্টাচার্য, দেবজিৎ ঘোষ সহ একাধিক প্রাক্তন ফুটবলার। এছাড়া উপস্থিত ছিলেন আইএফএর সভাপতি অজিত ব্যানার্জি, মোহনবাগানের অর্থসচিব দেবাশিস দত্ত, ইস্টবেঙ্গলের শীর্ষকর্তা দেবব্রত সরকার এবং মহামেডান স্পোর্টিং ক্লাবের সচিব দানিশ ইকবাল, পিয়ারলেস হাসপাতালের সিইও সিঞ্চন ভট্টাচার্য সহ তাঁর মেডিকেল টিম। ছিলেন সুরজিৎ সেনগুপ্তর ছেলে স্নিগ্ধদেব সেনগুপ্ত।

সুত্রের খব্র মারফত জানা গিয়েছে, SBI- এ কর্মরত ছিলেন সুরজিৎ। সেই ব্যাংকের কার্ডে দশ লক্ষ টাকা রয়েছে। চিকিৎসার জন্য প্রথমে সেই টাকা ব্যয় করা হবে। এরপরও অর্থের প্রয়োজন হলে রাজ্য সরকার যাবতীয় সাহায্য করবে। এদিন সেই আশ্বাস দেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। পাশাপাশি, আইএফএ সহ কলকাতার তিন প্রধানও প্রাক্তন ফুটবলারের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছে।