রাজ্য লিড নিউজ

সুপ্রিম ধাক্কা: উপাচার্য পদে সোনালি চক্রবর্তীর পুনর্নিয়োগের আবেদন খারিজ সুপ্রিম কোর্টের

কলকাতা বিশ্ববিদ্যালয়ে উপাচার্য পদে সোনালি চক্রবর্তীর পুনর্নিয়োগ খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। মঙ্গলবার সুপ্রিম কোর্ট স্পষ্ট জানায়, রাজ্যপালের এক্তিয়ার তথা অধিকারে দখলদারি করতে চেয়েছিল রাজ্য সরকার, যা করা যায় না।

উল্লেখ্য, কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগকে কেন্দ্র করে গত বছর তৎকালীন আচার্য তথা রাজ্যপাল জগদীপ ধনকড়ের সঙ্গে সংঘাত বাধে নবান্নর। তারপরেই রাজ্যপালের মতামত না নিয়েই ২০২১ সালেই একটি বিবৃতি জারি করে সরকার জানিয়ে দেয়, চার বছরের জন্য সোনালি চক্রবর্তীকে কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে পুনর্নিয়োগ করা হল। রাজ্যের এই সিদ্ধান্তকেই চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেন আইনজীবী অনিন্দ্য সুন্দর দাস।

তাঁর মতে, যে ভাবে সোনালি চক্রবর্তীকে উপাচার্য পদে পুনরায় নিয়োগ করা হয়েছে তাতে কলকাতা বিশ্ববিদ্যালয় আইন ১৯৭৯-এর শর্ত লঙ্ঘন করা হয়েছে। হাইকোর্টে সেই যুক্তি মেনেই সোনালি চক্রবর্তীর নিয়োগ খারিজ করার নির্দেশ দিয়েছিল। সেই মামলাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গিয়েছিল রাজ্য সরকার। এবার সুপ্রিম কোর্টেও ধাক্কা খেল রাজ্য।