দেশ লিড নিউজ

সুপ্রিম ধাক্কা: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দুটি আর্জিই খারিজ করল শীর্ষ আদালত

ফের ধাক্কা খেলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সুপ্রিম কোর্টে তাঁর দায়ের করা দুটি আর্জিই খারিজ করে দিয়েছে শীর্ষ আদালত। তবে প্রয়োজনে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন বিচারপতি।

সুপ্রিম কোর্টে দুটি আর্জি করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রথমত, সিঙ্গল বেঞ্চে তাঁর বিরুদ্ধে যে মামলাগুলি চলছে তার বিচারপতি বদল এবং দ্বিতীয়ত, বিচারপতিদের মন্তব্য সংবাদমাধ্যমে রিপোর্টিং বন্ধ করার জন্য আর্জি জানিয়েছিলেন। তাঁর করা আর্জিতে এক মহিলা বিচারপতির বিষয়ে বলেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী। যদিও ওই বিচারপতির নাম উল্লেখ করা হয়নি।