দেশ ব্রেকিং নিউজ

সুপ্রিম স্বস্তি: জামিন মঞ্জুর কেজরিওয়ালের, মমতার উচ্ছ্বাস

জামিন পেলেন কেজরিওয়াল। দিল্লি আফগারি নীতি কেলেঙ্কারি মামলায় ধৃত কেজরিওয়ালকে অন্তর্বর্তীকালীন জামিন দিল সুপ্রিম কোর্ট। শুক্রবার সুপ্রিম কোর্ট আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়ালকে ১লা জুন পর্যন্ত অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেছে।

১ লা এপ্রিল থেকে দিল্লির তিহার জেলে বন্দি রয়েছেন আপ সুপ্রিমো। সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জীব খান্না ও বিচারপতি দীপঙ্কর দত্তের ডিভিশন বেঞ্চ এই রায় শোনালো শুক্রবার। এর আগে বুধবারই এই রায়ের ইঙ্গিত পাওয়া গিয়েছিল, যখন সুপ্রিম কোর্ট পর্যবেক্ষণে জানায় অন্তর্বর্তী জামিন পেলেও তিনি মুখ্যমন্ত্রী হিসাবে কোনও নথিতে সই করতে পারবেন না।

তবে নির্বাচন প্রক্রিয়া চলাকালীন তাঁর জামিন আপ তথা বিজেপি বিরোধী দলগুলির জন্য বড় স্বস্তির খবর। ১ জুন পর্যন্ত তাঁর জামিন মঞ্জুর করল সুপ্রিম কোর্ট। ২ জুন ফের তাঁকে আত্মসমর্পণ করতে হবে বলে জানান হয়েছে।

অপরদিকে কেজরিওয়ালের অন্তর্বর্তীকালীন জামিনে খুশি বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। কেজরিওয়ালের অন্তর্বর্তীকালীন জামিন প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় এক্স-এ লিখেছেন, “কেজরিওয়াল অন্তর্বর্তীকালীন জামিন পাওয়ায় আমি খুশি। তাঁর জামিন নির্বাচনে বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে অক্সিজেন দেবে।”