রাজ্য লিড নিউজ

আরজি কর মামলার সুপ্রিম শুনানি আজ

সোমবার আরজি কর মামলার সুপ্রিম শুনানি। এদিন দুপুর ২টো নাগাদ শুরু হয় শুনানি । এই মামলায় এখনও পর্যন্ত ৪৪টি পক্ষ রয়েছে । লড়ছেন দু’শোর বেশি আইনজীবী।

জুনিয়র চিকিৎসকরা জানিয়েছেন, এদিন সর্বোচ্চ আদালতে রাজ্য চিকিৎসকদের সুরক্ষা নিয়ে কী জানায়, সেই দিকে নজর থাকবে তাঁদের সংগঠনের। সুপ্রিম কোর্টে রাজ্য সদর্থক বার্তা না দিলে ফের কর্মবিরতির পথে হাঁটার হুঁশিয়ারি দিয়েছেন জুনিয়র চিকিৎসকেরা। এবার সেই মর্মেই ২ অক্টোবর ধর্মতলায় মহামিছিল এবং সমাবেশের ডাক দিয়েছেন তাঁরা।

‘ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর্স ফ্রন্ট’ এসএসকেএম হাসপাতালের অডিটোরিয়ামে সমাবেশটির আয়োজক। এবার পাঁচ দফা দাবিতে লড়াই শুরু করেছে জুনিয়র ডাক্তাররা। তাদের হুঁশিয়ারি, এবারে কর্মবিরতিতে নামলে আর আংশিক দাবি পূরণে বরফ গলবে না। তাঁদের সব দাবি পূরণ না হওয়া পর্যন্ত লড়াই চালিয়ে যাবে তাঁরা। বাংলার হাসপাতালগুলোয় ‘থ্রেট কালচার’ যে বিষয়টি উঠে এসেছে, এদিন সেই প্রসঙ্গেও সরব হয়েছেন জুনিয়র চিকিৎসকেরা।