কলকাতার প্রাক্তন নগরপালের মামলা আর সর্বোচ্চ আদলত শুনবে না, বিনীত গোয়েলের বিরুদ্ধে মামলা এবার এল কলকাতা হাই কোর্টে।
আর জি করের নির্যাতিতা চিকিৎসকের নাম ও পরিচয় প্রকাশ্যে আনায় বিনীতের বিরুদ্ধে জনস্বার্থ মামলা হয় শীর্ষ আদালতে। মঙ্গলবার সেই মামলা সুপ্রিম কোর্ট থেকে প্রত্যাহার করা হয়।
আরজি কর কাণ্ডের পর সুপ্রিম কোর্ট বার বার সংবাদ মাধ্যম গুলিতে নির্দেশ দিয়েছিল নির্যাতিতার আসল পরিচয় ও নাম প্রকাশ্যে আনা যাবে না। এর পরেও আর জি কর কাণ্ড নিয়ে সাংবাদিক সম্মেলনে মুখ ফসকে নির্যাতিতার নাম-পরিচয় প্রকাশ করে ফেলেন বিনীত গোয়েল। যা আইনত অপরাধ। তাঁর বিরুদ্ধে এফআইআর দায়েরের আরজি জানিয়েছেন মামলাকারী। বিষয়টি নিয়ে কলকাতা হাই কোর্টে জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল। তবে সেই সময় হাইকোর্টের বক্তব্য ছিল যেহেতু আরজি কর মামলা শীর্ষ আদালতে বিচারাধীন তাই সেই সংক্রান্ত যেকোনও নতুন মামলা শুনবে সুপ্রিম কোর্টই।
মঙ্গলবার সুপ্রিম কোর্টে আর জি কর মামলা চলাকালীন আইনজীবী ফিরোজ এডুলজির জুনিয়র বিষয়টি প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার নজরে আনেন। এর পরই প্রধান বিচারপতি জানান, বিনীত গোয়েল সংক্রান্ত মামলাটি হাই কোর্টে বিচারাধীন রয়েছে। তাই ওই আবেদনটির শীর্ষ আদালতে শুনানি হবে না।