পেগাসাস কান্ডে রাজ্যের তৈরি তদন্ত কমিটির কাজে স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট। শুক্রবার শীর্ষ আদালতের প্রধান বিচারপতি এনভি রামানার বেঞ্চে এই মামলার শুনানিতে জানানো হয়, সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে ইতিমধ্যেই একটি তদন্ত কমিটি পেগাসাস কেলেঙ্কারির তদন্ত করছে। আর তাই রাজ্যের পৃথক কোন তদন্তের প্রয়োজন নেই বলে জানিয়ে সংশ্লিষ্ট সব পক্ষকে নোটিস জারির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।
প্রসঙ্গত, চলতি বছরের জুলাই মাসে ইজরায়েলি স্পাইওয়্যারের সাহায্যে ফোনে আড়ি পাতার ঘটনায় তদন্তের জন্য সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি মদন লোকুরের নেতৃত্বে দুই সদস্যের ওই তদন্ত কমিশন গড়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কমিটির অপর সদস্য ছিলেন কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি জ্যোতির্ময় ভট্টাচার্য। চলতি মাসের প্রথম দিকে তদন্তের স্বার্থে পেগাসাস আক্রান্তদের তালিকায় নাম থাকা ২১ জনকে তলব করেছিল তারা। তবে সেসব কাজ আপাতত স্থগিত রাখার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট।
মোদি সরকারের বিরুদ্ধে ইজরায়েলি স্পাইওয়্যার ব্যবহার করে বিরোধী দলগুলির নেতা–নেত্রীদের ফোনে আড়ি পাতার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে শীর্ষ আদালত। এ বিষয়ে ‘জাতীয় নিরাপত্তা’ নিয়ে কেন্দ্রের যুক্তিও খারিজ করেছে প্রধান বিচারপতি এন ভি রামানার বেঞ্চ।
গত অক্টোবরে পেগাসাস কাণ্ডের তদন্তে বিশেষ তদন্তকারী দল (সিট) গঠন করেছে সুপ্রিম কোর্ট। অবসরপ্রাপ্ত বিচারপতি আর ভি রবীন্দ্রনের নেতৃত্বাধীন ওই কমিটিতে রয়েছেন দুই সাইবার বিশেষজ্ঞও। এই পরিস্থিতিতে আপাতত অবসরপ্রাপ্ত বিচারপতি লোকুরের নেতৃত্বাধীন তদন্ত কমিশনের সমান্তরাল তদন্তের প্রয়োজন নেই বলে শুক্রবার জানিয়েছে প্রধান বিচারপতি রামানার বেঞ্চ।