গোটা দেশে ৩ লক্ষ ৬৮ হাজার ১৪৭ জন সংক্রামিত হয়েছেন। মারা গিয়েছেন ৩ হাজার ৪১৭ জন। এই পরিস্থিতিতে কোভিডের দ্বিতীয় ঢেউতে লাগাম টানতেই হবে। তার জন্য যা যা করার দরকার, তার পরিকল্পনা করুক কেন্দ্র এবং রাজ্য সরকারগুলি। প্রয়োজনে ফের লকডাউন জারির কথাও ভেবে দেখতে পারেন। তবে সেক্ষেত্রে প্রান্তিক মানুষের সুবিধা–অসুবিধার কথা মাথায় রাখতে হবে। রবিবার গভীর রাতে দেশের কোভিড সঙ্কট নিয়ে চলা স্বতঃপ্রণোদিত মামলায় এমনই পরামর্শ দিল সুপ্রিম কোর্ট।
বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন তিন বিচারপতির বেঞ্চ স্পষ্ট জানিয়েছে, ‘কেন্দ্র এবং রাজ্য সরকারগুলির কাছে আমাদের আবেদন, ভিড় এবং সুপার স্প্রেডার অনুষ্ঠানের উপর নিষেধাজ্ঞা জারি করুন। প্রাণঘাতী ভাইরাসের দ্বিতীয় ঢেউয়ের প্রকোপ রুখতে, জনকল্যাণের স্বার্থে প্রয়োজনে লকডাউনের বিষয়টিও আপনারা ভেবে দেখতে পারেন।’
যদিও একই টিকাকরণ কর্মসূচিতে দু’রকম নীতির বিষয়টিতে প্রবল সমালোচনা করেছে সুপ্রিম কোর্ট। নির্দেশে বলা হয়েছে, কেন্দ্রের দু’রকম টিকা নীতি ক্ষতিকারক। নাগরিকদের মৌলিক অধিকার রক্ষার বিষয়টি সরকারের বিবেচনা করা উচিত। সর্বোচ্চ আদালত বলেছে, কেন্দ্রই যাবতীয় টিকা কিনে রাজ্যকে বণ্টন করুক। কারণ, রাজ্যগুলি সরাসরি টিকা কোম্পানির সঙ্গে দরাদরি করলে বিষয়টি প্রতিযোগিতামূলক হয়ে দাঁড়াবে।
স্বাস্থ্যমন্ত্রক সূত্রে খবর, মে থেকে জুন, এই তিন মাসের জন্য সিরাম ইনস্টিটিউটের কাছ থেকে ১১ কোটি ‘কোভিশিল্ড’ ডোজ কেনা হচ্ছে। তার জন্য ১ হাজার ৭৩২ কোটি ৫০ লক্ষ টাকা দেওয়াও হয়ে গিয়েছে। একইভাবে ভারত বায়োটেকের থেকে ৫ কোটি ডোজ ‘কোভ্যাকসিন’ কিনতে ৭৭২ কোটি ৫০ লক্ষ টাকা দিয়েছে মোদি সরকার। শীঘ্রই ডোজ আসা শুরু হয়ে যাবে। এখনও পর্যন্ত রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে বিনামূল্যে ১৬ কোটিরও বেশি টিকার ডোজ সরবরাহ করেছে কেন্দ্র।