দেশের সর্বোচ্চ আদালতে এবার প্রশ্নের মুখে পড়ল পশ্চিমবঙ্গ। কেন্দ্রীয় প্রকল্প বাংলায় চালু না করার জন্য হুঙ্কার দিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই হুঙ্কার এখন প্রশ্নের মুখে ফেলে দিয়েছে। আয়ুষ্মান ভারত প্রকল্প কেন রূপায়ন করা হয়নি? এই প্রশ্ন তুলে বাংলা–সহ ৪টি রাজ্যকে নোটিস পাঠিয়ে জানতে চাইল সুপ্রিম কোর্ট। ওডিশা, তেলঙ্গানা, দিল্লি এবং পশ্চিমবঙ্গে চালু হয়নি প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা। জনস্বার্থ মামলায় সংশ্লিষ্ট রাজ্যগুলি নোটিস পাঠিয়ে আজ তার কারণ জানতে চেয়েছে সর্বোচ্চ আদালত।
জানা গিয়েছে, প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনায় ৫ লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসা বিমার সুবিধা পাওয়া যায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বাংলার মানুষকে বঞ্চিত করার অভিযোগ করেছে বিজেপি। তার পাল্টা রাজ্যের স্বাস্থ্যসাথী প্রকল্পের কথা তুলে ধরেন মমতা বন্দ্যোপাধ্যায়। এমনকী হুঙ্কার ছেড়ে বলা হয়েছিল, আয়ুষ্মান ভারত প্রকল্প রূপায়ন হবে না রাজ্যে।
আবার ওড়িশা, তেলঙ্গানা এবং দিল্লিতেও কার্যকর হয়নি আয়ুষ্মান ভারত। এই নিয়ে সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলায় দাবি করা হয়েছে, কেন্দ্রীয় যোজনা রূপায়ন না করা অসাংবিধানিক, বেআইনি এবং সংবিধানের ১৪ ও ২১ নম্বর ধারার পরিপন্থী। তাই ৪ রাজ্যকে নোটিস পাঠাল সুপ্রিম কোর্ট। বাংলার বক্তব্য ছিল, এই রাজ্যে অংশীদারিত্ব নিয়ে নাম কিনতে চাইছে কেন্দ্র। তাই এই কেন্দ্রীয় প্রকল্প।
উল্লেখ্য, আয়ুষ্মান ভারত প্রকল্প নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে নিশানা করেছেন বিজেপি’র সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। পাল্টা জবাব দিয়েছে তৃণমূল কংগ্রেসও। তাদের বক্তব্য, ২০১৬ সালের স্বাস্থ্যসাথী প্রকল্পের নকল আয়ুষ্মান ভারত। স্বাস্থ্যসাথী প্রকল্পে ১০০ শতাংশ অর্থ দেয় রাজ্য সরকার। আয়ুষ্মান ভারত প্রকল্পে ৬০ শতাংশ দেয় কেন্দ্র, বাকি রাজ্য।