দেশ ব্রেকিং নিউজ

‘‌সত্যি হলে এই অভিযোগ মারাত্মক’‌: সুপ্রিম কোর্ট

পেগাসাস প্রযুক্তির অপব্যবহারের অভিযোগ সত্যি হলে, তা মারাত্মক। ফোনে আড়ি পাতা সংক্রান্ত মামলায় আজ তাৎপর্যপূর্ণ পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের। তবে আদালত এদিন চূড়ান্ত কোনও সিদ্ধান্ত ঘোষণা করেনি। সুপ্রিম কোর্ট জানিয়েছে, কেন্দ্রের অবস্থান জানার পরই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া সম্ভব। আগামী মঙ্গলবার এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে। তার আগে অভিযোগকারীদের নিজেদের হলফনামাগুলি কেন্দ্রের কাছে পাঠাতে হবে।

দেশের সাংবাদিক, রাজনৈতিক ব্যক্তিত্ব এবং বিশিষ্টদের ফোনে আড়ি পাতার ঘটনায় আদালতের নজরদারিতে তদন্তের আবেদন জানিয়েছিল এডিটর্স গিল্ড। পেগাসাস ইস্যুতে তদন্তের দাবিতে সুপ্রিম কোর্টে আরও বেশ কয়েকটি পিটিশন দাখিল হয়েছিল। পেগাসাস প্রসঙ্গে বিরোধী পক্ষের আইনজীবী কপিল সিব্বল সর্বোচ্চ আদালতে দাবি করলেন, ‘‌এটা দেশের নাগরিকদের গোপনীয়তা রক্ষার বিষয়। আর তথ্য বলছে, সরকার ছাড়া এই প্রযুক্তি কেনার ক্ষমতা আর কারও নেই।’‌ শুধু ফোনে আড়ি পাতার জন্য এত টাকা খরচ করা হল কেন? প্রশ্ন করেছেন সিব্বল।

প্রধান বিচারপতি এন ভি রামানা স্বীকার করে নেন, পেগাসাস নিয়ে ওঠা অভিযোগ সত্যি হলে তা গুরুতর। তবে, এখনই তদন্তের নির্দেশ দেওয়ার মতো প্রমাণ হাতে নেই বলেও মন্তব্য করেছেন প্রধান বিচারপতি। আড়ি পাতার অভিযোগকে গুরুতর বললেও, মামলাকারীদের ভূমিকাতেও সন্তুষ্ট নয় সর্বোচ্চ আদালত। এরপরই প্রধান বিচারপতি জানিয়ে দিয়েছেন, এই বিষয়ে কেন্দ্রের অবস্থান জানার আগে কোনও সিদ্ধান্ত নেওয়া যাবে না। তাই পরবর্তী শুনানির আগে কেন্দ্রকে নিজেদের হলফনামার কপি কেন্দ্রকে পাঠাতে হবে।