দেশ ব্রেকিং নিউজ

৬ রাজ্যের আবেদন খারিজ

দ্বিতীয়বারের আবেদনটিও খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। আর জানিয়ে দিল, নির্ধারিত দিনেই ইঞ্জিনিয়ারিং এবং ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা নেওয়া হবে। এখনও করোনা সংক্রমণ কমেনি। তাই পরীক্ষা নেওয়া উচিত হবে না। তাই সর্বভারতীয় ডাক্তারি ও ইঞ্জিনিয়ারিংয়ের প্রবেশিকা নিট এবং জেইই (মেইন) পিছোনোর জন্য রিভিউ আবেদন করেছিল পশ্চিমবঙ্গ–সহ মোট ৬টি রাজ্য সরকার। শুক্রবার সেই আবেদন খারিজ করেছে সুপ্রিম কোর্ট।
কিছুদিন আগেও ১১টি রাজ্যের ১১ জন পড়ুয়ার একই ধরনের আবেদনটি খারিজ করেছিল সর্বোচ্চ আদালত। এদিন বিচারপতি অশোক ভূষণ, বিচারপতি বিআর গাভাই এবং বিচারপতি কৃষ্ণ মুরারির ডিভিশন বেঞ্চ তাঁদের রায়ে জানিয়েছেন, নিট–জয়েন্ট স্থগিতের আর্জি জানিয়ে রাজ্যগুলির করা রিভিউ আবেদনের কোনও সারবত্তা নেই। ফলে আগের রায় পুনর্বিবেচনা করার কোনও প্রশ্ন নেই।
উল্লেখ্য, বিরোধী রাজ্যগুলি অভিযোগ করে, বর্তমান করোনাভাইরাস মহামারি পরিস্থিতিতে জনজীবন স্বাভাবিক নয়। ফলে পরিস্থিতি উপযুক্ত না হওয়া পর্যন্ত পরীক্ষা পিছিয়ে দেওয়া হোক। সেই আবেদন নিয়েই সুপ্রিম কোর্টে গিয়েছিল ছ’টি রাজ্য। যেগুলির মধ্যে ছিল পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, রাজস্থান, ছত্তিশগড়, পাঞ্জাব এবং মহারাষ্ট্র। গত ১ সেপ্টেম্বর থেকেই শুরু হয়েছে জয়েন্ট্র এন্ট্রাস। যা চলবে আগামী ৬ সেপ্টেম্বর পর্যন্ত। নিট পরীক্ষা নেওয়া হবে আগামী ১৩ সেপ্টেম্বর।
গত সপ্তাহে মহামারী পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত পরীক্ষা না নেওয়ার আবেদন করেছিলেন তাঁরা। সেই পিটিশন খারিজ করে দিয়ে আদালত বলেছিল, জীবন থেমে থাকতে পারে না। সব রক্ষাকবচ নিয়েই আমাদের এগিয়ে চলতে হবে। সব ছাত্রছাত্রী কি একটা বছর নষ্ট করতে প্রস্তুত আছে? শিক্ষা ব্যবস্থা খোলা দরকার। এবারও প্রায় একই কথা বলল সুপ্রিম কোর্ট।