বাজি পোড়ানো নিয়ে কলকাতা হাইকোর্টের নির্দেশ খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। পরিবেশবান্ধব বাজি পোড়ানো যাবে দীপাবলি, কালীপুজোতে। কিছুদিন আগেই বাজি পোড়ানো নিষিদ্ধ করে কলকাতা হাইকোর্ট। সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়েই সুপ্রিম কোর্টে আবেদন করা হয়।
কলকাতা হাইকোর্টের বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য ও অনিরুদ্ধ রায়ের বেঞ্চ সবরকম বাজি নিষিদ্ধ করে৷ কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়ে বলা হয়, যে কোনও ধরণের বাজির ব্যবহার, প্রদর্শন, ফাটানো বন্ধ করার বিষয়টি রাজ্যকে নিশ্চিত করতে হবে। আসন্ন কালীপুজো, দেওয়ালির পাশাপাশি ছট পুজো, জগদ্ধাত্রী পুজো, গুরু নানকের জন্মদিন, খ্রীষ্টমাস এবং নববর্ষ উদযাপন পর্যন্ত এই নির্দেশ থাকবে। কিন্তু কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় এ রাজ্যের বাজি ব্যবসায়ীরা।
উল্লেখ্য, পরিবেশ বান্ধব বা সবুজ বাজি পোড়ানোর উপর ছাড় দিয়েছে সুপ্রিম কোর্ট৷ কালীপুজোয় রাত ৮টা থেকে ১০টা পর্যন্ত বাজি ফাটানো যাবে। একই শর্তে ছট পুজো ও বর্ষবরণেও বাজি পোড়ানোর যাবে।