রাজ্য লিড নিউজ

SSC নিয়োগ দুর্নীতি মামলায় OMR প্রকাশ নিয়ে হাইকোর্টের নির্দেশে স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামালার তদন্ত যত এগোচ্ছে, ততই যেন ঘনীভূত হচ্ছে জট। এবার শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় কলকাতা হাইকোর্টের ওএমআর শিট প্রকাশের নির্দেশের উপর স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট। মঙ্গলবার সর্বোচ্চ আদালতে বিচারপতি অনিরুদ্ধ বসুর নেতৃত্বাধীন বেঞ্চে মামলাটি ওঠে। এরপরই বিচারপতি এদিন নির্দেশ দেয়, নিয়োগ দুর্নীতির যাবতীয় ওএমআর শিট সুপ্রিম কোর্টে সিল বন্ধ খামে জমা দিতে হবে। এর আগে কলকাতা হাইকোর্ট শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় নির্দেশ দিয়েছিল, এসএসসি-কে ওএমআর শিট প্রকাশ করতে হবে। সেই নির্দেশের উপর সুপ্রিম স্থগিতাদেশ পড়ল। আগামী সপ্তাহে এই মামলার প্রেক্ষিতে ফের শুনানি হতে পারে বলেই জানা গিয়েছে।

প্রসঙ্গত, স্কুলশিক্ষা সচিব দুষ্মন্ত নারিয়ালকে তলব করেছে সিবিআই। শনিবার সিবিআই দফতর নিজাম প্যালেসে হাজির হন প্রাক্তন শিক্ষা সচিব। ২০১৬-এর জুন থেকে ২০১৮-এর জুন মাস পর্যন্ত স্কুলশিক্ষা সচিব ছিলেন সচিব দুষ্মন্ত নারিয়াল। ওই সময়ে স্কুলে শিক্ষাকর্মী নিয়োগের মাঝপথেই বিধি বদল করা হয়েছিল বলে অভিযোগ। কেনো এই বিধি বদল করা হয়েছিল সেই সময়? কারোর নির্দেশে এই বিধি বদল হয়েছিল? জানতে চায় সিবিআই।সিবিআই ইতিমধ্যে একাধিকবার বর্তমান শিক্ষাসচিব মনীশ জৈনকে জিজ্ঞাসাবাদ করেছে।