আগামী ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবসে নয়াদিল্লিতে ট্র্যাক্টর মিছিল করার ডাক দিয়েছে বিক্ষোভকারী কৃষক সংগঠনগুলি। তার বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেছিল কেন্দ্র। বুধবার সেই মামলা প্রত্যাহার করে নেওয়ার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট।
নয়া কৃষি আইন বাতিল করেনি কেন্দ্রীয় সরকার। তার জেরে কয়েকদিন আগেই ২৬ জানুয়ারি দেশের রাজধানীর বুকে কয়েক হাজার কৃষক ট্র্যাক্টর মিছিল করবেন বলে ঘোষণা করেন তাঁরা। এরপরই আন্দোলনকারী কৃষকদের এই কর্মসূচি রুখতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়ে কেন্দ্র। কৃষকদের এই মিছিল আটকানোর জন্য মামলা করে সুপ্রিম কোর্টে।
দিল্লি পুলিশের পক্ষ থেকেও আবেদন করা হয়। বুধবার সেই মামলার শুনানি হয় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এসএ বোবদে, বিচারপতি এএস বোপান্না ও ভি রামাসুব্রমণিয়মের ডিভিশন বেঞ্চে। উভয়পক্ষের আইনজীবীর বক্তব্য শোনার পর এই বিষয়ে দেশের সর্বোচ্চ আদালত কোনও হস্তক্ষেপ করবে না বলেই পরিষ্কার জানিয়ে দিলেন বিচারপতিরা। কেন্দ্রীয় সরকার এই মিছিল আটকানোর জন্য আদালতে যে মামলা করেছিল তাও তুলে নিতে আহ্বান জানালেন।
এদিন শুনানির সময় ভারতীয় কিষান ইউনিয়ন লোকশক্তির জমা দেওয়ার আবেদন নিয়েও আলোচনা করেন বিচারপতিরা। হলফনামায় বিক্ষোভকারী কৃষকদের সঙ্গে কথা বলার জন্য আদালত যে কমিটি তৈরি করেছে তার তিনজন সদস্যকে সরিয়ে দেওয়ার আবেদন করা হয়েছে। এই বিষয়ে কেন্দ্রের মতামত জানতে চেয়ে হলফনামা জমা করতে বলেছে সুপ্রিম কোর্ট।