Today Supreme court of India has ordered the central and state government to look after the migratory worker properly.
দেশ ব্রেকিং নিউজ

খুলে যাচ্ছে সুপ্রিম কোর্ট

আগামী ১৭ মে কী লকডাউন উঠে যাচ্ছে?‌ এই প্রশ্নের এখনও কোনও সদুত্তুর মেলেনি। তবে এবার খুলতে চলেছে দেশের সর্বোচ্চ আদালত। আর বুধবার থেকেই শুরু হবে মামলার শুনানি। একইসঙ্গে সিঙ্গিল বেঞ্চেই মামলা শুনবেন বিচারপতিরা। করোনা সংক্রমণের কারণে এতদিন বন্ধ ছিল সুপ্রিম কোর্ট। অনলাইনে মামলা শুনছিলেন বিচাপতিরা।
আদালত সূত্রে খবর, বুধবার থেকে খুলে যাচ্ছে সুপ্রিম কোর্ট। ফাইল–বন্দি হয়ে থাকা মামলার শুনানির কারণেই খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিঙ্গিল বেঞ্চেই বিচারপতিরা মামলা শুনবেন। জামিন, অন্তর্বর্তী জামিনের মামলাগুলির শুনানি আগে হবে। সাত বছরের কম কারাদণ্ড হতে পারে এরকম মামলার শুনানিতে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। তবে কারাদণ্ডের মামলাগুলি সিঙ্গল বেঞ্চে শুনানি হয় না।
উল্লেখ্য, করোনার জেরে লকডাউনের কারণে বহু মামলার রায় থমকে রয়েছে। গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের হেফাজতে নেওয়ার জন্যও আদালতে পেশ করা যায়নি। তাঁরা জামিনের আবেদনও জানাতে পারেননি। লকডাউন নিয়ে সিদ্ধান্ত নিতে আজ বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিকে করোনা সংক্রমণ ক্রমশ বেড়ে চলেছে গোটা দেশে।