সিএএ মামলায় কেন্দ্রকে নোটিস পাঠাল সুপ্রিম কোর্ট। আগামী তিন সপ্তাহের মধ্যে এই ইস্যুতে কেন্দ্রকে জবাব দিতে নির্দেশ দেওয়া হয়েছে। কেরল সরকার-সহ এদিন CAA বিরোধিতায় ২৩৭টি মামলার শুনানি হয়। মামলাকারীদের অভিযোগ, সংশোধিত নাগরিকত্ব আইন অসাংবিধানিক। তবে এদিন সংশোধিত নাগরিকত্ব আইন নিয়ে মামলায় কোনও স্থগিতাদেশ দিল না সুপ্রিম কোর্ট।
এদিন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চে এই মামলার শুনানি হয়। পাঁচ বছর আগে সংসদের উভয়কক্ষেই পাস করা হয়েছিল CAA আইন। লোকসভা ভোটের আগেই তা কার্যকর করে কেন্দ্র। তার বিরোধিতায় সরব হন বিরোধীরা। নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে গুচ্ছ মামলার পরবর্তী শুনানির দিন ৯ এপ্রিল ধার্য করল সুপ্রিম কোর্ট।